কাফেররা দুনিয়া ভর্তি স্বর্ণের বিনিময় জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। তবে তাতে কি কোন লাভ হবে???? সময় থাকতে আমল করে যেতে হবে, নয়লে উপায় থাকবে না।
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৮ জুলাই, ২০১৩, ০৪:০১:০৬ বিকাল
দুনিয়া ভর স্বর্ণ দ্বারা কাফেরের মুক্তি কামনা
আনাস ইব্ন মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা‘আলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন: তোমার জন্য যদি দুনিয়াতে যা রয়েছে সব হয় তুমি কি তা মুক্তিপণ হিসেবে দিবে? সে বলবে: হ্যাঁ, তিনি বলবেন: আমি তোমার কাছে এরচেয়ে কম চেয়েছিলাম যখন তুমি আদমের ঔরসে ছিলে: আমার সাথে কোন বস্তুকে অংশীদার করবে না, কিন্তু তুমি আমার সাথে অংশীদার না করে ক্ষান্ত হওনি”। [বুখারি ও মুসলিম], হাদিসটি সহিহ।
বিষয়: বিবিধ
১৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন