মুখের দুর্গন্ধ কারণ ও প্রতিকার
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২০ জুন, ২০১৩, ১২:১১:০৫ রাত
দুর্গন্ধ হওয়ার কিছু কারণ
কাচা পেয়াজ খাওয়ার কারণে
কাচা রসুন খাওয়ার কারণে
বিড়ি-সিগারেট পান করার কারণে
হুক্কা টানলে
জর্দা খেলে
খুব ভালো করে ব্রাশ করা না করলে
গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে
মুখ অত্যধিক শুকনো থাকলে অর্থাৎ মুখে লালা কমে গেলে দুর্গন্ধ হয়।
মুখে কোনো রোগ থাকলে। যেমন: গলার প্রদাহ, ডায়াবেটিসের কারণেও দুর্গন্ধ হতে পারে।
দাতে পাইরিয়া থাকলে।
পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রোগ থাকলে
লিভারের রোগ থাকলে
গর্ভাবস্থায় হতে পারে।
কিডনি রোগ থাকলে
আরো.....
যেভাবে দুর্গন্ধ দুর করবেন:
ফ্লোরাইডযুক্ত পেস্ট দিয়ে খুব ভালো করে দাঁত ব্রাশ করুন প্রতিবার খাওয়ার পর।
দাঁত ব্রাশের পর জিহ্বাও ভালোমতো পরিষ্কার করুন।
প্রতি দেড় থেকে দুই মাস অন্তর দাঁত মাজার ব্রাশটি পাল্টে ফেলুন।
মুখ শুকিয়ে গেলে একটু লেবু খেয়ে নিন।
লেবুর রস দিয়ে ভাল করে কুলি করুন।
সবুজ চা মুখের দুর্গন্ধ দূর করে।
নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করা যায়।
এলাচ,লবঙ্গ ইত্যাদি চিবুলে দুর্গন্ধ দূর হয়।
আমের নতুন পাতা চিবু ফল পাওয়া যায়।
নিমের ডাল দ্বারা দাতন করুন।
নিমের পাতা শুকিয়ে পাউডার করে ব্যবহার করলে ফল পাওয়া যায়।
পেয়ারার পাতা শুকিয়ে পাউডার করে, তা দ্বারা দাত মাজলে।
প্রচুর পরিমাণে পানি পান করুন।
ধুমপানের অভ্যাস থাকলে, ছেড়ে দিন।
জর্দার খাওয়ার অভ্যাস থাকলে ত্যাগ করুন।
ভিনেগার বা সিরকা দ্বারা কুলি করলে।
নিম্নের সমস্যাগুলি থাকলে ডাক্তারের পরামর্শ নিন:
মুখের দুর্গন্ধের সাথে দাঁত ব্যথাও থাকে; সেক্ষেত্রে হয়তো দাঁতে ক্ষয় কিংবা মাড়িতে ফোড়া হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে একজন ডেন্টিস্টের সাথে যোগাযোগ করুন।
এক সপ্তাহ যাবৎ নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লসের সাহায্যে খাদ্যকণা পরিস্কার করা স্বত্তেও যদি আপনার মুখের দুর্গন্ধ রয়ে যায়, এবং কি কারণে এই দুর্গন্ধের উৎপত্তি সেটা বোঝা না যায় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হোন।
আপনার দাঁতের মাড়িতে যদি ব্যথা থাকে এবং সেখান থেকে রক্তপাত হয়, সেক্ষেত্রে সেটা মাড়ির অসুখ হয়ে থাকবে।
মুখে দুর্গন্ধ হবার সাথে যদি আপনার জ্বরও থাকে, কাশি থাকে এবং কাশির সাথে সাদা থকথকে শ্লেষ্মা (সাধারণত যেটাকে কফ বের হওয়া বলা হয়) বের হয় সেক্ষেত্রে এটা হয়তো আপনার ফুসফুসের কোন ক্ষত বা ফোড়া হওয়ার লক্ষণ।
আল্লাহ সবাইকে সুস্থ্য রাখুন। আমীন
বিষয়: বিবিধ
৪৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন