জুলুম থামাও

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৮ জুন, ২০১৩, ০২:৩৬:৪৪ দুপুর

ভুলে যেও না, যারা হত্যা করছে আলেম

বাংলার বুকে লিখা থাকবে, তুমি কিন্তু জালেম

জালেমের কি পরিণতি দেখ চেয়ে ইতিহাস

আবু জেহেল ও ফেরাউনরা জাহান্নামে বাস

সত্যকে মেটানেরা আশা নিয়ে মিথ্যাকে কর বরণ

স্বাধীনতার কথা বলে যারা স্বানীনতাকে কর হরণ

তোমার দ্বারা হবে নাকো আগামী দিনের শাসন

ছেড়ে দাও আজি বলছি তোমায়, মসনদ ও মিথ্যা ভাষন

তুমি যদি থাকতে চাও বাংলায়, রুখাও তোমার জুলুমের হাত

নয়লে কিন্তু বাংলার সন্তান করে দিবে তোমায় কাইত

তোমারা মত ছিল যারা দেখ তাদের দিকে

জেলের মাঝে আছে তারা মরছে ধিকে ধিকে

তারাও কিন্তু তোমার চেয়ে ছিল মহাশক্তিধর

আল্লাহর মার আসলে পরে পায় না কেউ নিস্তার

মনে রেখ নমরূদকে মেরেছেন আল্লাহ ছোট্ট মশা দিয়ে

ফেরাউনকে মেরেছেন আল্লাহ সমুদ্রের পানির ঢেউয়ে

যাদের উপর করেছ ভরসা সহায় হবে তোমার

তাদের চেহারা পরিবর্তন করে সাজবে তারাই সীমার

যারা বানিয়েছিল এ বাংলার বুকে অনেক মীরজাফর

তারাই কিন্তু সেজেছে আবার একেবারেই তাদের পর

তুমি কি মনে করেছে, থাকবে তুমি মসনদে চিরকাল

তাকিয়ে দেখন উপরের দিকে ছিরে গেছে তোমার পাল

দুনিয়াতে যতই কর বড়াই আখেরাত কিন্তু আছে

সেদিন কিন্তু আফসোস করবে, দুনিয়া ছিল মিছে

কুরআন হাদীস পড়ার পরও কে দিল তোমায় ধোকা

মরার পরে তোমার স্বর্ণ অঙ্গ খাবে কিন্তু পোকা

কয়দিনের দুনিয়া নিয়ে করছ তুমি এত অহঙ্কার

কয় মূহুর্ত চলে গেলেই দেখবে আজ্রাইলের হুংকার

তাকে কি বলবে তুমি, আমি মহাশক্তিধর

তখন কেউ আপন থাকবেন, সবাই হবে পর

এখনো সময় আছে তোমার, হও তুমি অতি সাবধান

পাপাচার ছেড়ে, সত্য গ্রহণে হও তাড়াতাড়া আগোয়ান

যদি পেতে চাও পার পুলসিরাত ছেড় তবে জুলুম

সেদিন কিন্তু জানতে পারবে, সব হতে তোমার মালুম

আর মেরনা আলেম তুমি আর মেরনা আমার ভাই

এখনও যদি না হও সাবধান, নয়নে নিস্তার নাই।

বিষয়: বিবিধ

১৮২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File