জাম খান সুস্থ্য থাকুন
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১০ জুন, ২০১৩, ১০:১৬:৪০ রাত
উদ্ভদিরে নাম : জাম
স্থানীয় নাম : জাম, জম্বু
ব্যবহার্য অংশ : গাছের ছাল, পাতা ও ফল
রোপনরে সময় : বর্ষাকাল
উত্তোলনরে সময় : বছররে যে কোনো সময় উত্তোলন করা যায়।
আবাদী/অনাবাদী/বনজ : আবাদি, অনাবাদী ও বনজ
চাষের ধরণ :বীজ থেকে গাছ উৎপন্ন হয়
উদ্ভিদের ধরণ: বৃক্ষ জাতীয় গাছ উপমহাদেশের সর্বত্র পাওয়া যায়।
ঔষধী ব্যবহার
১। সাদা বা রক্ত আমাশয়ঃ- জামের কচি পাতার রস ২। ৩ চা-চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেলে ২। ৩ দিনের মধ্যে সেরে যায়।(গরম লোহা ছ্যাঁকা দিলে ভাল হয়) সম্ভব হলে একটু ছাগলের দুধও তাতে মিশিয়ে নেওয়া ভাল।
২। যাঁদের জ্বরের সঙ্গে পেটের দোষ থাকে, তাঁরা এই পাতার রস ২। ৩ চা-চামচ একটু গরম করে ছেঁকে খেলে উপকার হয়।
৩। শয্যামুত্রঃ- এ রোগে শিশু-বৃদ্ধ অনেকেই অসুবিধায় পড়েন এবং অনেক মা-কেও সন্তানের জন্য ভুগতে হয়। সেক্ষেত্রে ২। ৩ চা চামচ জাম পাতার রস (বয়সানুপাতে মাত্রা কম) ১/২ চা চাম গাওয়া ঘি মিশিয়ে প্রত্যহ ১বার করে খাওয়ালে সপ্তাহ মধ্যে উল্লেখযোগ্য উপকার হবে।
৪। বমনেঃ- পিত্ত বিকৃতিতে বমি হতে থাকে, সেখানে ২। ১ টা কচি জাম পাতা জলে সিদ্ধ করে ছেঁকে নিয়ে ১০। ১৫ ফোঁটা মধু মিশিয়ে খেতে দিলে বমি বন্ধ হয়।
৫। রক্তরোধেঃ- হঠাৎ হাত-পা কেটে বা ছুড়ে গেলে জামপাতার রস সেখানে লাগালে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়, অথচ বিসিয়ে যাওয়ারও ভয় থাকেনা।
৬। পচা ঘায়ে (ঘৃত)- এর পাতাকে সিদ্ধ করে সেই কাথ দিয়ে ঘা ধুয়ে দিলে ২। ৪ দিনেই বিশেষ উপকার পায়া যায়। এমনকি পশুপক্ষীর ক্ষেত্রেও ওটি প্রয়োগ করা যেতে পারে।
৭। ক্ষতেঃ- যে ঘা(ক্ষত) তাড়াতাড়ি পুরে উঠছে না, সেখানে জামছালের মিহি গুঁড়ো ঐ ঘায়ের উপর ছড়িয়ে দিলে তাড়াতাড়ি পুরে যায়।
৮। রক্তদাসে-- জামছালের রস ১। ২ চা চামচ ছাগলের দুধে মিশিয়ে খেতে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
৯। দাঁতের মাড়ির ক্ষতেঃ- যাঁদের মাড়ি আলগা হয়ে গিয়েছে, একটুতে রক্ত পড়ে, তাঁরা জামছালের গুঁড়ো দিয়ে দাঁত মাজলে, উপকার হবে; তবে দাঁতে একটা ছোপ পড়ার সম্ভবনা আছে। অবশ্য ২। ১ দিন অন্তর মাজলে এ দাগ হয়না। এর সঙ্গে পাতার গুঁড়োও সমান-পরিমান মিশিয়ে ব্যবহার করলে ভাল হয়।
১০। যেসব বালক-বালিকার সর্বদা পেটের দোষের জন্য শরীর ভাল থাকে না, তাদেরকে ৫। ৬ গ্রেণ মাত্রায় জামছাল চূর্ণ ৫। ১০ফোঁটা গাওয়া ঘি ও অল্প চিনি মিশিয়ে কিছুদিন খাওয়ালে স্বাস্থ্য ভাল হয়।
১১। হাত-পা জ্বালায়- পাকা জামের রস মাখলে তৎক্ষণাৎ কমে যায়।
১২। পাকা জাম সৈন্ধব লবণ মাখিয়ে ৩। ৪ ঘন্টা রেখে, সেটা চটকে, ন্যাকড়ার পুঁটলি বেঁধে টানিয়ে রাখলে যে রস ঝরে পড়বে, সেটা ২০। ২৫ ফোঁটা প্রয়োজন বোধে ১ চা চামচ জল মিশিয়ে খেতে দিলে পাতলা দাস-, অরুচি ও বমিভাব কমে যায়। তবে লবণ একটু বেশী থাকলে ওটি শীঘ্র নষ্ট হয় না এবং মাঝে মাঝে রৌদ্রে দিতে হয়।
১৩। ডায়াবিটিসেঃ- জামবীজের ব্যবহার বহুদিন থেকে হয়ে আসছে, এ ক্ষেত্রে একটি বক্তব্য আছে- আয়ুর্বেদ মতে একটি বায়ুবর্ধক, যেহেতু এটি কষায় রসধর্মী। যাঁদের ডায়াবিটিসের সঙ্গে হাই ব্লাডপ্রেসার আছে, তাঁদের এটি ব্যবহার করা সমীচীন নয়।
নিষেধঃ- আধপাকা (ডাঁসা) জাম খাওয়া উচিত নয়। আর যাঁদের পেটে বায়ু হয়, তাঁদের না খাওয়াই ভাল।
সুস্থ্য থাকুন।
বিষয়: বিবিধ
৪৪৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন