গোলাপ কেন শুকনো পাতা?????!!!!!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৩ জুন, ২০১৩, ১১:০৩:১৭ রাত
ফেরারী মন লিখেছেন : এগুলো সবারই জানা। যারা জানে না তারা হয় মুর্খ্য নাহয় মঙ্গল গ্রহের লোক।
পথিক মুসাফির লিখেছেন : এমন চেহারা তাদেরই হয় যারা নিফাকের অধিকারী অর্থাৎ মুনাফেকী পরিত্র নিয়ে ভোটের ময়দানে আসে। কিন্তু দেশ ও জনদরদীদের চরিত্র খুবই স্বাভাবিক থাকে।
আইল্যান্ড স্কাই লিখেছেন : আগের তাজা ফুল গুলো বার বার যখন শুকিয়ে যায়, তারপরও শুকনো ফুল গুলোকে ফের কেন তুলে নেন ?
শেখের পোলা লিখেছেন : ভোটের আগে বোতলে ফুস পানি থাকে, তাই চেহারা সতেজ থাকে৷ ভোটের পরে আর ফুসপানি থাকেনা, তাই সব শুকিয়ে যায়৷
প্যারিস থেকে আমি লিখেছেন : গোলাপ ফুল বেশিদিন সতেজ থাকেনা তাই।
বুড়া মিয়া লিখেছেন : সমস্ত পক্ষের ভোটারের তাপ একজায়গায় সঞ্চারিত হওয়ার ফলে নিমিষেই শুকাইয়া যাইতে বাধ্য হয় মনে হয় ...
= সে গোলাপগুলি শুধু নির্বাচেনের পূর্বেই ফুটে। কেননা সেগুলি মৌসুমী গোলাপ।যা প্রতি 5 বছর পরপর ফুটে।
= আসলে সেগুলি আসল গোলাপ না, কাগজের গোলাপ।
= জনগণকে ধোকা দেয়ার জন্য ফুলের রূপ ধারণ করে আসে।
= সাময়ীক গোলাপ, যে বেশীক্ষণ স্থায়ী হয় না।
= জনগণের দুঃখে গোলাপগুলি শুকনা পাতার মত শুকিয়ে যায়।
= জনগণের সেবা করতে করতে এ অবস্থা হয়।
= জনগণের অর্থগুলি হিসাব করতে করতে এ অবস্থায় পরিণত হয়।
= নিজের খাবার গরীবদের মাঝে বন্টন করে, নিজে খেতে না পেরে এ অবস্থা।
= রাতে চোখে ঘুম থাকে না, কেননা তিনি যে গরীবের বন্ধু।
= জনগণকে কষ্টে রেখে কেমন করে গ্রামে থাকেন, তাই তিনি শহরে এসি রুমে থাকেন, বিধায় তার এ অবস্থায়।
= এলাকায় রাস্তা-ঘাট ও প্রতিষ্ঠান মেরামত করতে করতে তার এ অব্স্থা।
= সন্তানদের দেশে লেখা-পড়া করানোর মত অর্থ না থাকায়, বিদেশে লেখা-পড়া করান, তাই এ অবস্থা।
= অল্প টাকার মালিক, তাই সে টাকাগুলি বিদেশে রাখেন, তাই এ অবস্থা।
= কেউ তার নিকট গেলে, তার আবেদনকে ১০০% পুরণ করে দেন, তাই এ অবস্থা।
= তার চরিত্র ফুলের মতন পবিত্র তাই।
= তিনি কারো ক্ষতি করেন না, তাই।
= জনগণকে তিনি (বাশ দেওয়ার ওয়াদা করে) তা ১০০% দিয়ে থাকেন, তাই।
= বাড়ীতে দেখমতের জন্য কোন লোক থাকে না, তাই।
= মাছ-মাংস কিনতেও পারেন না, খেতেও পারেন না, তাই।
= রিক্সা ভাড়া না থাকায়, হেটেই চলেন, তাই।
= সামনের নির্বাচনের পূর্বে পুনরায় গোলাপ ফুটানোর প্রতিক্ষার কারণে।
= জনগণের সেবার নিমিত্তে শহরবাসী হওয়ার পরও জনগণ তার উপর নারাজ, তাই।
= নির্বাচিত হওয়ার পর এলাকায় কমপক্ষে ৩-৫বার এসেছে, তাই।
= জনগণ ভোট দিয়ে আবার সেবা চায়, তাই।
= বৃষ্টি গেলে, ছাতার আবার কি প্রয়োজন।
= ভোট দিয়েছ, এখন গোলাপ দিয়ে তোমাদের কি কাম।
= প্রয়োজন তো ফুরিয়েছে, এখন আবার গোলাপের নাম কেন।
= নির্বাচনের সময় তিনি জনগণের ভাই ছিলেন, পরে না।
= তিনি অনেক কষ্টে গোলাপ ফুটিয়েছিলেন, তা ধরে রাখা সম্ভব হয়নি।
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন