এবার আসুক!!!!!
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৭ মে, ২০১৩, ০১:০৫:২৬ দুপুর
আমরা প্রতিবারই একজনকে ভোট দিয়ে সাংসদ বানাই। তারা আমাদের কষ্টে অনেক অশ্রু বিসর্জন দেন নির্বাচনের আগে। তারপর তাকে হারিকেন লাগিয়ে খুজেও পাওয়া যায় না। যদিও খুজে পাওয়া যায়, নিজ এলাকায় আসার সুযোগ তার কোথায়? তিনি তো এলাকার জনগণের ভাগ্য পরিবর্তন করার নিমিত্তেই এলাকা ছেড়ে ঢাকায় পাড়ি জমিয়েছেন। কেননা তিনি এলাকাতে যে চাউলটুকু খেতেন তা তিনি ঢাকাতে খান বিধায় এলাকায় চাউলের দাম কিছুটা হলেও কমে গেছে। এর মাধ্যমে তো তিনি জনগণের বিরাট সুযোগ করে দিয়েছেন কম দামে চাউল খরিদ করার। আর তিনি যদি এই নুংড়া পরিবেশে আসেন তবে এ পরিবেশের কারণে অসুস্থ হলে জনগণের সেবা করবে কে?
তবে এবার জনগণের প্রতিজ্ঞা:
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, ভোট কাকে বলে, তা কত প্রকার ও কি কি?
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, ভোটে জয় হওয়া কাকে বলে?
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, কাকে ভোট দিতে হয়।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, সাংসদ কাকে বলে।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, জনসেবা কাকে বলে এবং কেমনে করতে হয়।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, গ্রাম কাকে বলে আর শহর কাকে বলে।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, সেবার নামে টাকা উত্তোলন করে কেমনা ঢাকাতে বাড়ী-গাড়ী ক্রয় করতে হয়।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, জগনণের টাকা দিয়ে কিভাবে বিদেশে বিনিয়োগ করতে হয়।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, এলাকার মানুষকে কিভাবে সে চেনে না।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, জনগণের সাথে প্রতারণা করার ফল কেমন হয়।
এবার আসুক, তাকে ভাল করেই বুঝিয়ে দিব, ………
এবার আসুক, তাকে ভাল করে বুঝিয়ে দিব,……
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন