রাজনীতি অঙ্গনে তৃতীয় শক্তির আভাস
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৬ মে, ২০১৩, ০২:১৮:০৫ দুপুর
রাজনীতি অঙ্গনে তৃতীয় শক্তির আভাসকে ভয় করছে রাজনৈতিকবিদরা। তবে জনগণ অধির আগ্রহে অপেক্ষায় আছে তৃতীয় শক্তির উত্থানের দিকে। কেননা বর্তমান আমাদের দেশের জনগণ জিম্মি হয়ে আছে দেশের গুটি কয়েকজন লোনের অধীনে। তাদের ইশারায় চলছে দেশের রাজনৈতিক আবহাওয়া। তাদের ইচ্ছে হলে, দেশের উপর টর্নেডোর মত ঝড়ো হাওয়া বয়ে দিতে পারেন।
আজ গণতন্ত্র মুক্তির কথা বলা হচ্ছে। এর অর্থ কি?
এর অর্থ হলো: ভোটের মাধ্যমে তাদেরকে মসনদে বসার অভিলাষ।
আর জনগণ পেল কি?
তারা শুধু এটুকু পেল যে, আমি যাকে ভোট দিয়েছি, সে পার্লামেন্ট সদস্য বা সাংসদ।
যাকে জনগণের ভোটে সাংসদ বাননো হল: তার ভাগ্যের কি কোন পরিবর্তন হল?
জনগণের চাওয়া হল:
এমন নেতা বা এমন দেশ চালক বা এমন জন দরদী, যারা নাকি জনগণের দুঃখ বুঝবে, তাদের সাথে দুঃখের অংশীদার হবে, তাদের দুঃখ লাঘবে প্রয়াস চালাবে।
আমরা স্বাধীনতার পর ৪১টি বছর অপেক্ষায় থেকে দেখলাম। কিন্তু আমাদের পা থেকে পরাধিনতার জিঞ্জির এখনো কেউ খুলে দিল না। তবে আমরা তাদের নিকট থেকে যা পেয়েছি, তা হলো: তাদের মুখের মিষ্টি ওয়াদা, যা নাকি রসগুল্লার চেয়ে মিষ্টি তবে সে ওয়াদা পুরনের বেলায় ঠনঠনা।
তাই জনগণ চায়:
আমাদের সেই নেতা কবে জন্ম হবে
চাপায় না বড় হয়ে, কাজে বড় হবে।
আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমীন
বিষয়: বিবিধ
২০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন