এমন ফুল যা শুধু আজানের শব্দ শুনলেই ফুটে

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৩ মে, ২০১৩, ১০:১৬:২০ রাত

আল্লাহ তায়ালা অগণিত অপার মহিমা আমরা আমাদের চার পার্শে দেখি। তার মধ্য হতে একটি হল:

এমন একটি ফুল রয়েছে, যা শুধু আজানের আওয়াজেই ফুটে।

যা CNN এ প্রচার করা হয়েছে।

Flower Miracle - Bloom When hear the Azan - CNN গুগেলে উপরের লেখাটি লিখে ক্লিক করলে দেখতে পাবেন।

অথবা গুগেলে: azan flower লিখে ক্লিক করলেও দেখতে পাবেন।

আল্লাহ তায়ালা এরকম অপার মহিমা দেখার সাথে সাথে তার জন্য সিজদায় অবনত হই।

আল্লাহ তায়ালা বলেন: "আকাশ জমিনে যা কিছু রেয়েছে সবই, তাঁর তাসবীহ পাঠ করে, তবে তোমরা তাদের তাসবীহ বুঝতে পার না।"

আকাশ জমিন এবং এতদ্বয়ের মাঝে যা রেয়েছে, সেগুলি অবলোকন করে বলব: হে আল্লাহ তুমি এগুলিকে অকারণে সৃষ্টি করনি।

আল্লাহ তুমি মহান।

তুমি আমাদেরকে তোমার খাটি বান্দাদের অন্তর্ভুক্ত কর।

তুমি আমাদেরকে তোমার আজাব থেকে মুক্তি দান কর।

তুমি আমাদের জন্য জান্নাত অবধারিত কর।

আমীন।

বিষয়: বিবিধ

২১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File