যুবকের চ্যালেঞ্জ

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৯ এপ্রিল, ২০১৩, ১২:০২:৩৩ দুপুর

সদ্য ফেইসবুকে পাওয়া একটি ঘটনা।

জর্দানের কোন বিশ্ববিদ্যালয়ের জনৈক ছাত্র চ্যালেঞ্জ করে বলল: আল্লাহ যদি সত্যিই থেকে থাকে, তবে আমাকে এক ঘন্টার মধ্যেই মৃত্যু দান করুক।তার আশে পার্শে অকেন ছাত্র জমায়েত হলো, জমায়েত হলো অনেক শিক্ষকও। ছাত্রটি মিনিট গুনতে লাগল। একে একে মিনিটগুলি পার হতে লাগল। সবাই তাক লাগিয়ে তার দিকে তাকিয়ে ছিল। এবার ছাত্র বলে উঠল: দেখ তোমাদের আল্লাহ যদি থাকত, হবে আমাকে মৃত্যু দান করত। সে তখন দম্ভের সাথে বাড়ীতে চলে গেল। অনেক ছাত্র ও শিক্ষক বলল: আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন অর্থাৎ তাকে সময় দিলেন শুধরাবার জন্য। একথা শুনে অনেক ছাত্র চোখ টিপে তার তাদের কথাকে অবজ্ঞা করল।

ছাত্র বাড়ীতে গেল। তার মা তার জন্য দুপুরের খাবার প্রস্তুত করে বসে আছে। সে বাড়ীতে গিয়ে ফ্রেস হওয়ার জন্য বাথ রুমে প্রবেশ করল। কিছুক্ষণ পর তার মা শব্দ শুনে, সে দিকে তাকিয়ে দেখে তার ছেলে মাটি পড়ে আছে। ডাক্তার ডাকা হল। ডাক্তার এসে চেক করে বলল, সে দুনিয়াতে নেই। মৃত্যুবরণ করেছে।

আর মৃত্যুবরণের কারণ অনুসন্ধানে দেখা গেল, তার কানে পানি প্রবেশ করার কারণে সে মৃত্যুবরণ করেছে।

গাধার কানে পানি প্রবেশ করলে, সে মারা যায়।

আল্লাহ তায়ালা তাকে গাধার মরণ দান করবেন, বিধায় তাকে বাড়ীতি নিয়ে গিয়ে তাকে গাধার মরণ দান করলেন।

আল্লাহু আকবার।

বিষয়: বিবিধ

২১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File