হে সুন্দরী-ফুল
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৭:০৬ সকাল
প্রতিদিনকার পড়ার টেবিলে আমার প্রথম-পড়া তুমি
হে সুন্দরী-ফুল,
তুমিই শেখালে-- রাগ-রোগ, তাপ-চাপ ভুলে কি করে সুন্দর থাকা যায়!
হে সুগন্ধী-ফুল,
তুমিই শেখালে-- আবর্জনা-বাসী-পঁচা গন্ধ উপেক্ষা করে কিভাবে সুবাসিত থাকা যায়!
হে নিশ্চিন্ত-ফুল,
তুমিই শেখালে সব অবহেলাকে অবলীলায় অগ্রাহ্য করে কিভাবে নিশ্চিন্তে থাকা যায়!
হেসে-হেসে দুলেদুলে তুমিই তো শেখালে
লোভ-পাপ-মৃত্যুর ত্রিভূজকে কি করে দুমড়ানো-মুচড়ানো যায়
আমার প্রতিদিনকার পড়ার টেবিলে নীরব-শিক্ষক তুমি!
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাগ্যবান আপনি!!!!
সৌভাগ্য আপনাদের চিরসাথী হয়ে থাকুক!!
মন্তব্য করতে লগইন করুন