পথে পড়ে থাকা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২০ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:০৫ রাত
পথে পড়ে থাকা
ছোট্ট একটা নুড়ি
হেলাফেলায় অবহেলায় দিন যায়
অবহেলায় অষ্ফুট
ছোট্ট একটা কুঁড়ি
অর্ধফোটার অন্তঃক্ষরণে রাত পোহায়
এসব লজ্জায় দ্বিধায়
কার কি আসে-যায়?
ইচ্ছেঘুড়ি হয়ে ইচ্ছে মত উড়ি
আত্মবিশ্বাসের নাটাই নিজের হাতে ধরি
অনিদ্রার অনুপ্রেরণা
প্রিয়জনের প্রেষণা
পেয়ে গেলে
জানি, সাফল্য আসবেই হেসে খেলে
নুড়ির নুরানী ছটা দেখতে পথেই হবে হুড়োহুড়ি
বনফুলটিকে নিয়ে লেখা হবে কবিতা একশোকুড়ি
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধরে রাখুন, এটাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি
ঝুলে আছি. খুলবো কি খুলবো না
ঝুলে আছি. পড়বো কি পড়বো না
ঝুলে আছি. লিখবো কি লিখবো না
ঝুলতে দারুন লাগছে রে
বানর হয়ে ঝুলে আছি
বাঁদুরঝোলা ঝুলে আছি!
মন্তব্য করতে লগইন করুন