সর্বভূক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১১ ডিসেম্বর, ২০১৫, ০২:৩৬:২০ দুপুর
Bear Grylls কিনা খায়!
সাপ, বিছা, তেলাপোকা
ব্যাঙ, বেজি, বেতমথোকা
লতা- পাতা- গাছের বাকল
হায় হায় সব খায়!
গোবরের চপ খায়?
বেয়ার গ্রিলস কিনা গেলে!
হিসু, চোনা, মুত্রমেশাজল
পেছাবপানীয়, ছিঁটাফোটা মল
রস-কষ-গায়ের ঘাম
হায় হায় সব গেলে!
আজব একটা ছেলে!
বেয়ার গ্রিলস কোথায় না শোয়!
ছনে-বনে জলে-জঙ্গলে
গাছের আগায় বরফতলে
মেরু হোক মরু হোক
হায় হায় কেমনে ঘুমায়!
আসলে কি এমন হওয়া যায়!
বিষয়: বিবিধ
৯২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন