এলডিসিভুক্ত দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩৬:৩০ বিকাল



বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মিনিস্টারিয়েল কনফারেন্স বা মন্ত্রী পর্যায়ের দশম সভা (এমসি-১০) অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৮ ডিসেম্বর। আর এতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সম্মেলনে বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণ, সেবা খাতে ছাড়, রুলস অব অরিজিন বা উৎস বিধি শিথিল, মূল্য সংযোজনের ক্ষেত্রে সুবিধা আদায়ের দাবি জানাবে। উন্নত বিশ্বে ওষুধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কীভাবে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সে জন্য চেষ্টা চালানো হবে। বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বাংলাদেশ চলতি ২০১৫ সালে চতুর্থবারের মতো এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করছে। যার কারনে ইতিমধ্যে বাংলাদেশের প্রচেষ্টায় উন্নত বিশ্বে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা আদায় হয়েছে।

বিষয়: বিবিধ

৮৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353592
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৫৬
হাফেজ আহমেদ লিখেছেন : ভাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File