ভাংতি বচন

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩১ অক্টোবর, ২০১৫, ০৫:৫৮:০৮ বিকাল

মরা হতে বাচা ভাল যদি সুইসাইড খায়,

বাচা হতে মরা ভাল যদি ক্যানসারে পায়,

আগে হতে পিছে ভাল যদি লাঠিচার্জ হয়,

পিছে হতে আগে ভাল যদি রিলিফ দ্যায়।

বাঁয়ে হতে ডাইনে ভাল যদি জোশ আসে

ডাইনে হতে বাঁয়ে ভাল যদি জিএফ হাসে,

হাসা হতে কাঁদা ভাল যদি ন্যাকা হয়

কাঁদা হতে হাসা ভাল যদি ছ্যাকা খায়।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347981
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চমৎকার! বেশ ভাল লাগল ভাইজান.. অনেক ধন্যবাদ
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৭
288981
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ Happy>-
347983
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
আফরা লিখেছেন : খুব টেষ্টি হয়েছে কবিতা ।ধন্যবাদ ভাইয়া ।
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৭
288980
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ
347984
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চমৎকার! বেশ ভাল লাগল ভাইজান.. অনেক ধন্যবাদ
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৭
288979
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ
347987
৩১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছ্যাঁকা খাইলে হাসবে কেমনে????
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৭
288978
সুমন আখন্দ লিখেছেন : মনে মনে
348031
০১ নভেম্বর ২০১৫ রাত ১২:১৬
রক্তলাল লিখেছেন : আফনে দেখি দার্শনিক হয়ে গেছেন। তবে কথা গুলার সাথে কিঞ্চিৎ একমত।
০১ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫৬
288977
সুমন আখন্দ লিখেছেন : Surprised Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File