কান্না নাকি লড়াই!!!!!
লিখেছেন লিখেছেন আবূসামীহা ৩১ অক্টোবর, ২০১৫, ০৭:১৫:৩৮ সন্ধ্যা
চারিদিকে মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন দেখে দেখে আমরা কাঁদি; আশা করি আল্লাহ জালিমদের শাস্তি দেবেন, তাদের উপর গযব নাজিল করবেন। আমরা দু’আ করি উদ্ধার প্রাপ্তির।
আল্লাহ জালিমদের শাস্তি দেবেন, সত্য। সেটা তাঁর নিজস্ব পদ্ধতিতে। কিন্তু তিনি তাদেরকে পূর্ববর্তী নবীদের সময়ের মত গযব নাজিল করে ধ্বংস করবেন না। তিনি আমাদের মাধ্যমে তাদের দমন করবেন। আর এর মাধ্যমে উম্মতে মুহাম্মদীর অন্তরকে প্রশান্ত করবেন।
কুরআনে কোথাও বলা হয় নি আল্লাহ শত্রুদেরকে আপনা থেকেই পরাজিত করে দেবেন। মু’মিনরা ময়দানে নামলেই পরে বিজয়ের ওয়াদা করা হয়েছে। তাই আল্লাহ যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন,
قَاتِلُوهُمْ يُعَذِّبْهُمُ اللّهُ بِأَيْدِيكُمْ وَيُخْزِهِمْ وَيَنصُرْكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ (9:14)
وَيُذْهِبْ غَيْظَ قُلُوبِهِمْ ۗ وَيَتُوبُ اللَّـهُ عَلَىٰ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ
“তাদের সাথে লড়াই করো। আল্লাহ তোমাদের হাত দিয়ে তাদের আজাব দেবেন ও তাদেরকে অপমানিত করবেন; এবং তাদের উপর তোমাদের বিজয় দান করবেন ও মু’মিনদের বক্ষকে শান্ত করবেন এবং তাদের হৃদয়ের ক্ষোভ দূর করবেন। আর নিজের ইচ্ছেমত কারো তওবা ক্ববূল করবেন। আর আল্লাহ জ্ঞানী ও সুবিজ্ঞ।” [৯: ১৪-১৫]
মজলুমের কান্নায় সাড়া দেয়ার জন্য আল্লাহ পক্ষ থেকে যে আহবান জানানো হয়েছে তাও লড়াইয়ের। আল্লাহ তা’আলা বলেছেন,
وَمَا لَكُمْ لاَ تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاء وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا (4:75)
“কী হল তোমাদের? কেন লড়াই করছো না আল্লাহর রাস্তায়? অথচ অবদমিত পুরুষ, নারী ও শিশুরা আর্তনাদ করে বলছে, “আমাদের রব্ব, আমাদেরকে এই বস্তি থেকে উদ্ধার কর, যার অধিবাসীরা জালিম এবং এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালী এবং নাসির পাঠাও।”
তাই প্রিয় বন্ধুরা! আমাদের খালি দু’আয় কোন পরিবর্তন হবে না, যতক্ষণ না আমরা আল্লাহর এই আহবানে সাড়া দেই। তবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সে জন্য - ভাল মত প্রস্তুতি; ইসলামকে বিজয়ী করার জন্য প্রস্তুতি। খালি খালি তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলন করা মানে ইসলামকে বিজয় দানের কোন প্রস্ততি না। একইভাবে যখন-তখন যেখানে-সেখানে যেভাবে-সেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়াও সত্যিকার লড়াই না। সুস্পষ্ট প্রস্তুতি নিতে হবে। না হলে আলজেরিয়ায় যেভাবে ১৯৯২ সালে বিজয়কে ছিনতাই করা হয়েছে এবং ২০১৩ তে যেভাবে মিসরে বিজয়কে ছিনতাই করা হয়েছে সেভাবে বিজয় ছিনতাই হতেই থাকবে এবং মজলুমের কান্নায় আকাশ-বাতাসও ভারি হতেই থাকবে।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহই যুদ্ধ করবেন আর আমরা বসে বসে অপেক্ষা করবো!!
মন্তব্য করতে লগইন করুন