হে কাল-বৈশাখী! সবসময় নিয়ম মেনে বৈশাখেই আসতে হবে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ মার্চ, ২০১৩, ১০:৪০:১১ সকাল

"হে কাল-বৈশাখী! সবসময় নিয়ম মেনে বৈশাখেই আসতে হবে? তোমার সন্তান এখন বিপদে, তাকে তুলে নিয়ে যাও!" -এ লাইনগুলো লিখলাম কারন, বর্তমান বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, ব্যক্তিগত স্মৃতিচারণের সুযোগটুকু অবশিষ্ট নেই। ব্যাপারটা এরকম, আমি গত ০৫.০৩.২০১৩ তারিখে ফেসবুকে আমার প্রাইমারী ইশকুলের শিক্ষকের বরাত দিয়ে একটি স্মৃতিচারণ করেছিলাম-

"আমাদের এক মুক্তিযোদ্ধা মাস্টার ছিলেন, কিন্তু জানি না কি কারনে বেচারা বঙ্গবন্ধুর নাম দিয়েছিলেন বঙ্গশত্রু!"

- এটা নিছকই একটা স্মৃতিচারণ। এখন শুনতে পাচ্ছি এজন্য আমার ক্যাম্পাসের ছাত্রলীগের কয়েক গ্রুপ, প্রজন্ম-৭১, আমরা মুক্তিযুদ্ধের সন্তান এরকম আরও কিছু গ্রুপ বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিছিল দিচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকী দিচ্ছে, মাননীয় ভিসি বরাবর স্মারকলিপি পেশ করছে, স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে হলুদ রঙ মিশিয়ে সংবাদ পরিবেশন করছে। এমতাবস্থায়, হয়তো আমার প্রতি হামলা হতে পারে, মামলা হতে পারে, আমি খুন বা গুম হয়ে যেতে পারি। ব্যাপার যা-ই ঘটুক না কেন, যারা আমার নিত্যশুভার্থী তাদের বলি- 'আপনারা এ সরকারের বিরুদ্ধে কিছু বলে দয়া করে নিজের বিপদ ডেকে আনবেন না। তার চেয়ে স্রোতের সাথে মিলে যান, আপনার জন্য পকেট-মানি এবং মিনারেল-ওয়াটার সহযোগে বিরানীর প্যাকেট হাতে অনেকেই অপেক্ষায়।'

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File