* আপনি কি জানেন আজ জুমার দিনে এমন একটি বিশেষ আমল আছে যা প্রতি মূহুর্তেই পালনীয় এবং সুরা কাহফ এর আমল।
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৮ মার্চ, ২০১৩, ১১:০১:৪৬ সকাল
আসসালামুআলাইকুম ওয়ারাহমাহমাতুল্লাহ,
•-•-•-•-•-•-•-•-•-•-•
* আলহামদুলিল্লাহ । সপ্তাহ ঘুরে আবার চলে এলো,
আজ পবিত্র জুমা'আ !
* আজ সারাদিন রয়েছে গুরুত্বপূর্ণ বিশেষ সব
আমলের সমারোহ !
* তবে সমস্ত আমলের মধ্যে এমন একটি বিশেষ
আমল আছে যা প্রতি মূহুর্তেই পালনীয় !
"সুবহানাল্লাহ"
* দিনের শুরুতেই সেই বিশেষ আমলটির
কথা মনে করিয়ে দিচ্ছি সকলকে !
** ইনশাআল্লাহ দিনের শুরু থেকে, দিনের শেষ
পর্যন্ত, প্রতিটি মূহুর্তে এই
আমলটি আমরা স্বরণে রাখার চেষ্টা করবো ।
•-•-•-•-•-•-•-•-•-•-•
# রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম
বলেছেন:
=> "তোমাদের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন
হলো জুমার দিন ।
এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে ।
এই দিনে তাকে মৃত্যু দেয়া হয়েছে।
এই দিনে শিংগায় ফুঁ দেয়া হবে ।
এবং, মহাবিপর্যয় (কিয়ামত) ঘটবে এই দিনেই ।
* তাই, এই দিন তোমরা বেশি বেশি আমার উপর দরূদ
পাঠ করবে ।
কারন, তোমাদের দরূদ আমার
কাছে পৌছে দেয়া হয়"
[সূনানে আবু দাউদ, নাসাঈ]
☀ আজ জুমুআর দিনে সূরা কাহ্ফ তিল ওয়াত করার কথা ভূলে যাবেন না ...
• রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহফ পাঠ করবে,
সে ৮ দিন পর্যন্ত সমস্ত ফিতনা-ফাসাদ থেকে নিরাপত্তা লাভ করবে ।
এমনকি যদি এই সময়ের মধ্যে দাজ্জাল ও এসে পড়ে,
তবে তার ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে" [ইবনু
কাসীর]
• রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহফ পাঠ করে, তার
পার্শ্ব থেকে নিয়ে বায়তুল্লাহ পর্যন্ত আলোকিত হয়ে যায়" [ইবনু কাসীর]
* হাদীসটি আবু সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত ।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন