জাতীয় বাজেট ২০১৫-'১৬ প্রাপ্তি ও বাস্তবতা

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১১ জুন, ২০১৫, ০৪:২৫:১০ বিকাল

আজ আইডিয়া ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন-এর যৌথ আয়োজনে 'জাতীয় বাজেট ২০১৫-'১৬ প্রাপ্তি ও বাস্তবতা' শীর্ষক একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলাম। বৈরী আবহাওয়াতেও অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। ছাত্র-শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সমাজসেবক, স্থানীয় সরকারের কর্মকর্তা, ব্যাংকারসহ নানান পেশার অভিজ্ঞজন নিজ নিজ দৃষ্টিভজ্ঞী দিয়ে ব্যাখ্যা করেছেন বাজেট ভাবনা। শুনে বেশ সমৃদ্ধ হলাম। এর আগেও আইডিয়া প্রাক-বাজেট এবং বাজেট-পরবর্তী ভাবনাগুলো শেয়ার করার জন্য আমাদের সুযোগ করে দিয়েছে। আমি জানি না, সরকারের কানে আমাদের কথাগুলো কতটা পৌছবে; কিন্তু এই যে আমরা জনা-পঞ্চাশেক লোক একত্রিত হয়ে কথা বললাম, আমাদের ক্ষোভ-হতাশা ব্যক্ত করলাম-- এটাই বা কম কিসে!

০২.

সরকার এখন ছুটছে মধ্যম-আয়ের দেশ উতরে ধনী-দেশ হওয়ার বাসনায়; এই ছোটাতে কে মরলো আর বাঁচল, কে পিষ্ট হলো, কে ক্ষতিগ্রস্থ হলো-- তা নিয়ে সরকারের মাথাব্যথা আছে বলে মনে হয় না। এখন রাজধানীতে উড়ালসেতু, বিভাগীয় শহরে চার-লেন সড়ক, জেলা শহরে পাকা রাস্তা যতটা গুরুত্ব পাচ্ছে; অতটা পাচ্ছে না গ্রামীণ অর্থনীতির বিভিন্ন উপাদান (যেমন: নদী-ভাঙন, মঙ্গা, হাওড়-চুরি, ফ্লাশ-ফ্লাড, উপকূলক্ষয়,বন-উজাড়, স্বাস্থ্য-শিক্ষা ইত্যাদি)। ফলে চরবাসী, বানভাসী, আদিবাসীরা হয়ে পড়ছে উদ্বাস্তু।

০৩.

বাজেট শুধু এখন নয়, অনেক আগে হতেই ধনীদের আরও ধনী, গরীবদের আরও গরীব বানানোর কাজটুকু করে যাচ্ছে। তা না হলে বর্তমান বাজেটেও কেন কর্পোরেট ট্যাক্সের রেট কমবে এবং ভ্যাটের রেট বাড়বে? ব্যাপারটা এমন দাড়ালো, যার ট্যাক্স দেয়ার সামর্থ আছে তাকে কমানো হলো, আর যার সামর্থ নেই তাকে বাড়ানো হলো। এখন অবস্থাটা দাড়িয়েছে এই যে, যাদের আর্থিক সক্ষমতা থাকবে, ক্রয়-ক্ষমতা বাড়বে তারা টিকে থাকবে আর যারা ব্যর্থ হবে তারা দেশ ছেড়ে সাম্পানে করে, নৌকায় বা বড়-ট্রলারে করে সমুদ্রপাড়ি দিবে।

০৪.

শিক্ষা নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। বড় বড় লোকেরা অনেকেই বলছেন সরকার তাতে ভ্রূক্ষেপও করছে না। শুধু এটুকু বলি, এদেশে শিক্ষাখাতটাকে অবহেলিত রাখা হচ্ছে ইচ্ছে করেই। শিক্ষকরা যেন মাথা তুলতে না পারে, তাকে যেন চেয়ে-চিন্তে চলতে হয়, তাহলে আর সে কিছু বলতে পারবে না। মাস্টারী করস ব্যাটা! থাক ন্যুব্জ হয়ে, উপরে তাকাস ক্যান?

বিষয়: বিবিধ

৮৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325213
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাজেট থেকে আমরা সাধারন মানুষ কিছু পাওয়ার আশা করতে পারিনা যতদিন পর্যন্ত তথাকথিত উচ্চ শিক্ষিত ডক্টরেট আর সরকারি ঘুষখোর কর্মচারিরা এই বাজেট প্রনয়ন করবে।
১২ জুন ২০১৫ সকাল ১১:৫১
267381
সুমন আখন্দ লিখেছেন : ভালো বলেছেনHappy>-
325260
১২ জুন ২০১৫ রাত ১২:৫২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ বাজেটে কার লাভ কার ক্ষতি..গরীব গরীবই থাকে,ধনী আরো ধনী হয়। বলা গরীর মারার একটা পরিকল্পনা.. ধন্যবাদ।
১২ জুন ২০১৫ সকাল ১১:৫১
267380
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File