লাউয়াছড়া ঘুরে এসে মনে হলো

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ জুন, ২০১৫, ১০:১০:৩৫ সকাল





হে উল্লুক, আগে ছেঁড়া কোলবালিশের মতো ছিলে

এবার মানুষ হয়ে যাও!

মেন্ডেলের মেডেল গলায় দিয়ে

মিউটেশনের মায়াবড়ি খেয়ে

এক-লাফে তুমি খাসিয়া হয়ে যাও!

পান-গুয়া বেচো তাহলে বেচে যাবে

যেভাবে ডেভেলপমেন্ট ডালে-চালে নাচছে

এবং এদিকেই মারমার-কাটকাট আসছে

নিশ্চিত পরিবার-পরিজনসহ ভেসে যাবে!

বিদেশী বিড়ালচোখেরা এসে পাবে না তোমায়---

হে উল্লুক, তুমি হলুক হয়েছো অনেকদিন হলো

এবার মানুষ হয়ে যাও!

ডারউইনের ডোর পাড়ি দিয়ে

মিসিং লিংক পূরণ করে দিয়ে

তাড়াতাড়ি তুমি মনিপুরী হয়ে যাও!

কাপড় বুনে খাও, কৃষিকাজ করো, বেচে যাবে

যেভাবে বিদেশী বিনিয়োগ এবং দেশী নিয়োগ হচ্ছে

এবং প্রিয় বৃষ্টি-বনটি কো-ম্যানেজমেন্টের কবলে পড়েছে

নিশ্চিত তুমি খড়কুটোর মতো ভেসে যাবে!

নৃবিজ্ঞানীর নরোম দেখা আর পাবে না তোমায়---

হে উল্লুক, তুমি খাসিয়া হও, মনিপুরী হও!

অথবা খেটে খাওয়া চা-শ্রমিক হও!

ভুলেও বাংলাদেশী হবার চিন্তা করো না

বিপদে পড়ে যাবে,

গুম-খুন হয়ে যাবে

টিকে থাকো মামা, অকালে মরো না!

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324110
০২ জুন ২০১৫ দুপুর ০৩:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ জুন ২০১৫ সকাল ১০:১২
265982
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ Surprised
324125
০২ জুন ২০১৫ বিকাল ০৪:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বরাবরের মত সুন্দর। তবে ভাইয়া বাংলাদেশী শব্দটায় আমার আপত্তি আছে।আমরা বাঙ্গালী এটা সত্য।
০২ জুন ২০১৫ বিকাল ০৫:৩৮
265738
সুমন আখন্দ লিখেছেন : তোমার ঘুম ভাঙাতে চাই
০৩ জুন ২০১৫ সকাল ০৫:৫৫
265932
অবাক মুসাফীর লিখেছেন : আমরা বাংলাদেশী না?!! Time Out আপনার মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন করুন... @ঘুম ভাঙাতে চাই।
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:৩৩
266415
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : অবাক মুসাফির এটা নিয়ে কথা বলতে গেলে রাত ১২ টা বেজে যাবে আমি সামান্য কিছু সময় সুযোগ পেয়ে ব্লগে বসেছি। ভাইয়া এই লেখাটা পড়বেন তাহলে হয়ত বুঝতে পারবেন আমি কোন দৃষ্টিকোণ থেকে কথাটা বলেছি।
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xagqIHtNDEo
০৪ জুন ২০১৫ বিকাল ০৫:৩৪
266416
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : দুঃখিত ভুল লিংক দিয়ে দিয়েছি এই লিংকটা পড়ুন। http://www.monitorbd.net/blog/blogdetail/detail/3557/warrior2013/41093#.VXA3EO-kqT0
324213
০২ জুন ২০১৫ রাত ০৯:৪০
০৩ জুন ২০১৫ সকাল ১০:১২
265981
সুমন আখন্দ লিখেছেন : Rolling on the Floor
324268
০৩ জুন ২০১৫ রাত ০২:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বুঝতে পারিনি, বুঝতে চেয়ে মাথাব্যথা করতেছে! At Wits' End
০৩ জুন ২০১৫ সকাল ১০:১১
265980
সুমন আখন্দ লিখেছেন : don't try at home!
324279
০৩ জুন ২০১৫ সকাল ০৫:৫৬
অবাক মুসাফীর লিখেছেন : হে উল্লুক, তুমি উধাও হয়ে যাও, এদেশ ছেড়ে ভেগে যাও... ভালো থেকো প্রিয় উল্লুক! Tongue
০৩ জুন ২০১৫ সকাল ১০:১০
265979
সুমন আখন্দ লিখেছেন : ভালো থেকো প্রিয় উল্লুক!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File