লাউয়াছড়া ঘুরে এসে মনে হলো
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০২ জুন, ২০১৫, ১০:১০:৩৫ সকাল
হে উল্লুক, আগে ছেঁড়া কোলবালিশের মতো ছিলে
এবার মানুষ হয়ে যাও!
মেন্ডেলের মেডেল গলায় দিয়ে
মিউটেশনের মায়াবড়ি খেয়ে
এক-লাফে তুমি খাসিয়া হয়ে যাও!
পান-গুয়া বেচো তাহলে বেচে যাবে
যেভাবে ডেভেলপমেন্ট ডালে-চালে নাচছে
এবং এদিকেই মারমার-কাটকাট আসছে
নিশ্চিত পরিবার-পরিজনসহ ভেসে যাবে!
বিদেশী বিড়ালচোখেরা এসে পাবে না তোমায়---
হে উল্লুক, তুমি হলুক হয়েছো অনেকদিন হলো
এবার মানুষ হয়ে যাও!
ডারউইনের ডোর পাড়ি দিয়ে
মিসিং লিংক পূরণ করে দিয়ে
তাড়াতাড়ি তুমি মনিপুরী হয়ে যাও!
কাপড় বুনে খাও, কৃষিকাজ করো, বেচে যাবে
যেভাবে বিদেশী বিনিয়োগ এবং দেশী নিয়োগ হচ্ছে
এবং প্রিয় বৃষ্টি-বনটি কো-ম্যানেজমেন্টের কবলে পড়েছে
নিশ্চিত তুমি খড়কুটোর মতো ভেসে যাবে!
নৃবিজ্ঞানীর নরোম দেখা আর পাবে না তোমায়---
হে উল্লুক, তুমি খাসিয়া হও, মনিপুরী হও!
অথবা খেটে খাওয়া চা-শ্রমিক হও!
ভুলেও বাংলাদেশী হবার চিন্তা করো না
বিপদে পড়ে যাবে,
গুম-খুন হয়ে যাবে
টিকে থাকো মামা, অকালে মরো না!
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xagqIHtNDEo
মন্তব্য করতে লগইন করুন