জারুলজায়া
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ মে, ২০১৫, ১২:২১:২১ দুপুর
এই ফুলটির প্রেমে পড়েছি সিলেটে ঘুরতে ঘুরতে, এটি আপাতত বনফুল, একটি স্থানীয় নাম আছে--- নামটি একটু ইরোটিক---তাই একটি সুন্দর নাম রাখতে ইচ্ছে হলো। 'জারুলজায়া' নামটি কেমন লাগছে আপনাদের? জারুলের সাথে এর রঙ-ঢঙ এবং সিজনের মিল বলেই---
প্রথম ছবিটি জারুলজায়ার, ২য়টি জারুলের!
[b]জারুলজায়া[/b
জারুল এভাবে দাঁড়িয়ে আছে বহুদিন
সেই শৈশব হতে তাড়নার তাড়া
বিয়ের ব্যাপারে সে একপায়ে খাড়া,
বর্ষা প্রায় এসে গেছে
এসে যাচ্ছে বিলেটেড বিয়ের দিন!
বুনো তেজপাতা-ফুলের চেহারা মায়ামায়া
তেজপাতার মতো এরও পাতায় পড়ে তিল
জারুলের সাথে দেহের নয় মনের মিল,
প্রতিবার বৃষ্টি নামলে
সে গোছল সেরে বলে, "আমিই জারুলজায়া"
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন