প্রেমের কবিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৪ এপ্রিল, ২০১৫, ১০:৫৭:৪২ সকাল
আমি প্রেমের কবিতা লিখতে পারি না; লিখলেও লাভ-ক্যান্ডি হয় না। এ অভিযোগ অনেকবার অনেকভাবে প্রমাণিত। তবু চেষ্টা অব্যাহত
হ্যাপির হ্যাপি-বার্থডে আজ
শুভর শুভ জন্মদিন আজ,
আমাদের তাই বেড়ে গেছে কাজ
হ্যাপি হও শুভ আজ,
শুভ হোক হ্যাপির আজ,
দুজনেরই চোখেমুখে চিরচেনা লাজ
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ১০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তুমি লিখতে না
পরলেও আমি পরি,
আমার হাতে যখন কলম
তখন তোমার হাতে ঘড়ি!
আমি যখন পড়তে বসতাম
তখন তুমি খেলতে....
আমি যখন ঘুমাতে যেতাম
তুমি চোখের পাতা খুলতে.....।
তুমি আমার জন্য যখন
মরতে আছো রাজি!
আমি তখন বলি
দুততুরি যা কথাকারের ফাজি...।
মন্তব্য করতে লগইন করুন