একমুখি শিক্ষা

লিখেছেন লিখেছেন হাসান সুমন ০৪ এপ্রিল, ২০১৫, ০৭:৩৫:০৩ সকাল

অনেকবার বলার চেষ্টা করেছি জঙ্গি উৎপাদনের কারখানা নিয়ন্ত্রণের কথা।

ব্যাঙের ছাতার মতো অলিতে - গলিতে গজিয়ে ওঠা এই কুটিরশিল্প এখনি নিয়ন্ত্রণ করতে না পারলে চাপাতির আঘাতে মৃত্যুর মিছিল শুধু দীর্ঘই হবে।

হুমায়ুন আজাদ থেকে ওয়াসিক বাবু, পরবর্তীতে যে কারো নাম যোগ হওয়ার অপেক্ষায়।

কোন দেশেই এমন কোন শিক্ষা ব্যাবস্থা থাকা উচিৎ নয় যে শিক্ষা মানুষ হওয়ার পরিবর্তে অমানুষ বানায়, মৌলবাদ - জঙ্গিবাদ বানায়, খুনি - ঘাতক বানায়।

একমুখি শিক্ষা ব্যাবস্থা হওয়া উচিত সময়ের একমাত্র দাবী।

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File