তোরা কত ক্ষমতাবান, ভগবান

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ মার্চ, ২০১৫, ১০:৩০:১৭ সকাল



ইশ! তোরা কত ক্ষমতাবান,

ক্ষমতাবান রে!

তোরা কথায় কথায় রাজাকার বানাস

প্যাকেট ভরে পাকিস্তান পাঠাস

দেয়ালে দেয়ালে পোস্টার টানাস

ইশ! তোরা কত ভাগ্যবান,

ভগবান রে!

পেট্রোল ছুঁড়ে পুড়িয়ে মারিস

আবার তোরাই নালিশ করিস

দিন-দুপুরে গুম করে দিস

তোরা কত ক্ষমতাবান,

ক্ষমতাবান রে!

ইতিহাসকে উল্টে ফেলিস

বইয়ের লেখা পাল্টে ফেলিস

একলা খেলেই ভোটে জিতিস

তোরা কত ভাগ্যবান,

ভগবান রে!

গোটা-গোটা লেখা তোদের

মোটা-মোটা গলা তোদের

রেডিও-টিভি-পেপার তোদের

অক্ষমতাই ক্ষমতা মোদের;

অক্ষমতাই ক্ষমতা আমার

দেখবি তোরা চন্ডাল-চামার

ভুং-ভাং করলি বহুত

উড়লি অনেক ফুরুৎ-ফারুৎ

সময় হলো মাটিতে নামার।

বিষয়: সাহিত্য

৮৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311008
২৫ মার্চ ২০১৫ সকাল ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওরা এমনিতে নামবে না। টেনে নামাতে হবে।
311010
২৫ মার্চ ২০১৫ সকাল ১০:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
অক্ষমতাই ক্ষমতা আমার

দেখবি তোরা চন্ডাল-চামার

ভুং-ভাং করলি বহুত

উড়লি অনেক ফুরুৎ-ফারুৎ

সময় হলো মাটিতে নামার।


নামবে কি নামবে না, তা সময় বলে দিবে। আপনার কবিতাটা অসাধারণ লেগেছে! কবিতা আমি পড়ি না, ইচ্ছেও করে না, অথচ সামনে আসলে পড়ি, ধীরে ধিরে ভাল লাগছে।
311060
২৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৬
আফরা লিখেছেন : কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
311061
২৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেকদিন পর!!!

২৬ মার্চ ২০১৫ সকাল ১০:১২
252235
সুমন আখন্দ লিখেছেন : ওয়া আলাইকুমPraying
311073
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
কাব্যগাথা লিখেছেন : ভালো লাগলো
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:১৩
252236
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File