না পড়লে মিস করবেন

লিখেছেন লিখেছেন SM SOHEL RANA ২৫ মার্চ, ২০১৫, ০৯:০৩:১৯ সকাল

আব্বু আমি শিবিরে যোগ দিব তুমি কি খুশি আছ ?

আমি শিবিরে যোগ দিয়ে ভালো হতে চাই আব্বু !!

আমি শিবিরের অনেক বই পড়েছি,শিবিরের ভাইদের সাথে মিশেছি শিবিরের ভাইয়েরা অনেক ভাল,শিবিরের পথ চলা আমার খুব ভাল লাগে !!

ও আব্বু কথা বলছোনা কেন?

রাগ করেছো?মনে কষ্ট পেয়েছো?

আমি শিবিরে যোগ দিলে মরে যাব তা ভাবতেছো ?

অশ্রুসিক্ত নয়নে পলকহীন ভাবে আমার দিকে তাকিয়ে আছে আব্বু...

ও আব্বু কথা বলছোনা কেন আব্বু ঠিক আছে শিবিরে যোগ দিবনা হলো ত এইবার ?

আমাকে বোকে জরিয়ে ধরে কাঁপা কাঁপা কন্ঠে বলতে লাগলো বাবা আমি আজ অনেক খুশি হয়েছি তোর কথাতে !!

তুই শিবিরে যোগ দিবি ইসলামের পথে চলবি এবং কোরআন-হাদিসের কথা বলবি মানুষকে সত্‍ পথে ডাকবি আমি অনেক খুশি হয়েছি বাবা আজ !!

জানিস বাবা তোকে নিয়েই আমার যত চিন্তা তোর জন্য মানুষ আমার কাছে বিচার নালিশ করতো আমার এই গুলা খুব খারাপ লাকতো বাবা !!

আজ তুই নিজে বলছিস শিবিরে যোগ দিবি তাই আনন্দের জলে আমার চোখ ভিজে গেল !!

যা বাবা যা তুই মানুষকে অসত্‍ পথ থেকে মানুষকে সত্‍ পথের দিকে ডেকে নিয়ে আয় !!

রাজপথে নেমে পর বজ্র কন্ঠে শ্লোগান তুল সত্‍ লোকের শাষন চাই অসত্‍ লোকের পতন চাই

এর জন্য যদি তোর মৃত্যু ও হয় তবে আমি আরো গর্বোবোধ করবো এই ভেবে আমি একজন শহীদের পিতা !!

আজ সত্যিই অনেক গর্বিত একজন শিবিরের বাবা হতে পেরে তোর জন্য দোয়া রইল বাবা

সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং জামায়াত-শিবিরের মজলুম ভাইদের জন্য দোয়া চাই বন্দুরা

আমিন

সংগ্রহীত

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File