আমাদের কি রিলিফ দিবেন জাতিসংঘ
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১৭ জুন, ২০১৪, ০৬:২৭:০৫ সন্ধ্যা
আমাদের আল্লাহ বাংলাদেশী, সনাতন-ঈশ্বর এবং গডও বাংলাদেশী! বাঙালী ভগবান থাকেন ভদ্র শহরে, ওখানে পুলিশী প্রহরায় ফরমালিনের ফল ঢুকতে পারে না, কিন্তু সাত-খুনের আসামী ঠিকই পালাতে পারে। যতদিন নাকউঁচু-বাঙালীরা পুরাপুরি বাংলাদেশী হতে না পারছে, এদেশে বায়ান্ন বা একাত্তরের চেতনা হয়তো আসবে- কিন্তু এক হওয়ার চেতনা আসবে না। পুড়িয়ে মারা, খুন করা, গুম করা- চলছে চলবে! এক, দশ বা একশ বর্গকিলো নয়-- পুরো বাংলাদেশ এখন জেনেভা ক্যাম্পে! আমাদের কি রিলিফ দিবেন জাতিসংঘ?
বিষয়: রাজনীতি
৮৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন