নরেন্দ্র মোদি অনেক চালাক (প্রসঙ্গ মোদির ভুটান সফর )

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৭ জুন, ২০১৪, ০৭:২০:৩১ সন্ধ্যা



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে ভুটান গেছেন সেখানে তিনি ভারত-ভুটান নিবিড় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার কথা বলেছেন। তার ভুটান সফর যে একটা আন্তর্জাতিক রাজনীতির বিশাল চাল ছিল সেটা বুঝতে দেরী হওয়ার কথা নয়।

মোদি নিজের জন্য অনেকটা ত্যাগ শিকার করেছেন আর এই ত্যাগ শিকারের মাধ্যমে অনেকের চুলকানি তৈরী করে দিয়েছেন।উনি বড় দেশে গিয়ে তার নাম কামানো থেকে দূরে থেকেছেন।কিন্তু এই সফরের মাধ্যমে আমেরিকাসহ বিশ্বের অনেক দেশকে ইঙ্গিত দিয়েছেন যে তৈল মালিশের অব্যাস আছে কিন্তু সেটা গোপনে মারবে সামনে নয়।

ভারত মহাসাগরীয় মালদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য বেছে নিয়েছে চীন।তার এই সফর চীনকে একটু হুশিয়ার করে দেওয়া হয়ে গেল।সীমান্তের নিরাপত্তা সবার আগে বেছে নিয়েছেন মোদি আর সেই সুত্রে ভুটান সফর।চীনের অনেক সহযোগিতা পাচ্ছে এখন ভুটান কিন্তু এই সহযোগিতা আমেরিকা ভালো চুখে দেখ্তেচেনা। তার মানে কি আমেরিকার একটা কৌশল এই সফর ?না হলে ১৩ বছর পর কেন ভারতের প্রধানমন্ত্রী ভুটান সফরে গেলেন তা ও আবার নতুন প্রধানমন্ত্রী ?

বাংলাদেশের হাসিনা সরকারকে এই সফরের মাধ্যমে জানান দেওয়া হলো যে ,গান্ধী প্রীতি বন্ধ করে ভালবাসার নীতি শুরু করতে হবে।গান্ধী নীতি হচ্ছে গান্ধী পরিবার যা বলবে তা করতে হবে আর ভালবাসার নীতি হলো ভারত সরকার যা বলবে তা করতে হবে।বাংলাদেশের জন্য কাল হয়ে কাল হবে এই দুই নীতিই। বাংলাদেশকে নিজ দেশের স্বার্থ দেখে সম্পর্ক রাখতে হবে সবার সাথে শুধু ভারত নয়।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235908
১৭ জুন ২০১৪ রাত ০৮:১৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কী করে বলেন তিনি চালাক?
১৭ জুন ২০১৪ রাত ০৮:১৯
182407
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পড়েছেন মনে হয়
235982
১৭ জুন ২০১৪ রাত ১০:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : তার অতীত বড়ই খারাপ। আগামী বলে দিবে সে কি চায়। ধন্যবাদ।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
182802
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তবে যে সে ভালো চাইবে না সেটাই প্রমান হয়ে গেল ভুটান সফরের মাধ্যমে
236174
১৮ জুন ২০১৪ দুপুর ০২:৫৬
নূর আল আমিন লিখেছেন : gay hind
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
182803
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Talk to the hand Talk to the hand
236234
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
প্যারিস থেকে আমি লিখেছেন : মাত্র শুরু, দেখা যাক ভবিষ্যত কি হয়।
১৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
182805
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সে অনেক কৌশলে কাজ করবে বলে মনে হচ্ছে
236721
২০ জুন ২০১৪ সকাল ১০:৩১
খায়রুল ইসলাম লিখেছেন : পিছনের অনেক বিসবাস্প এখনো উস্মা তুলে নাকের কাচে ভুলে যাওয়া মানে ভুল করা
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
183400
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,দেখা যাক কি হয়
237616
২২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
আমি মুসাফির লিখেছেন : ভারত তো আমাদের কালই নইলে শেখ হাসিনাকে নিজের আয়ত্তে নিয়ে আমাদের দেশকে শাসন করতে পারে?
২২ জুন ২০১৪ রাত ০৮:১৯
184172
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সেটা কি এখন করতেছে না ?
247243
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
বুড়া মিয়া লিখেছেন : আপনিতো রাজনীতিতে বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন, এটা অবশ্য আমাদের জন্য ভালোঃ কারণ চিন্তা ভাবনা ছাড়াই আপনাদের থেকে জানতে পারি।
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
191961
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিশেষজ্ঞ নয় ভাইয়া দেশপ্রেমের বেড়াজালে পরে কিছু লিখি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File