ভাবনাঃ বিয়ে পর্ব (প্রিয় বউ তানিয়াকে)

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ জানুয়ারি, ২০১৪, ০৫:২৪:০৯ বিকাল

গতকাল ছিল আমার এবং তানিয়ার বিয়েবার্ষিকী। অনাড়ম্বরে ঘরে বসেই উদযাপন করলাম নবম বর্ষ-ফুর্তি! দুপুরে বিশেষ মেনু ছিল খাবারের, ভর্তা-ভাজি, ভুনামাংস, খিচুড়ি, সালাদ এবং ডেজার্ট হিসেবে গাজরের হালুয়া। সন্ধ্যার পরে সহজা এবং তানিয়াকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম, শাড়ি পড়লে ওকে বেশ লাগে, যদিও একটু সময় বেশি লাগে। সবাই দুয়া করবেন, আমাদের সংসারের ইনিংসটি যেন আমরণ হয়

ভাবনাঃ বিয়ে পর্ব

(প্রিয় বউ তানিয়াকে)

কলেমার পর তিন ‘কবুল’

ব্যস, ফুটল বিয়ের ফুল

দু’টো পথ এক হয়ে যায়

সাগর-নদী হারায় মোহনায়।

দুই বেড এক কিচেনের বাসা

দুইবেলা ঝগড়াঝাটি তিনবেলা ভালবাসা;

চাবি ঘড়ি চশমা কলম

কিংবা মাথাব্যথার মলম

ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হারাবো

আবার তোর কাছেই উত্তর চাবো,

এই ভাব এই আড়ি

শতবার ধরি শতবার ছাড়ি!

অল্প বাজার গল্প বেশি রান্নাবান্না

ঢাকায় যাবার জন্য তোর ভীষণ কান্না

মাস শেষে কম বেতনের টানাটানি

এরই মাঝে স্বপ্ন দেখার কানাকানি,

দাড়ি কমা প্রশ্নবোধক

মাঝে মাঝে বিস্ময়সূচক!

রাগ-অনুরাগ মান-অভিমান, আর কিছু নেই

এভাবেই...

তোর আমার খারাপ থাকার দিনগুলো

মনে হয় ফুরিয়ে এল।

বিষয়: বিয়ের গল্প

১৬১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167389
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
121663
সুমন আখন্দ লিখেছেন : Happy ধন্যবাদ
167536
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
121664
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ Praying
167644
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৪:১৫
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো আপনার বউকে নিয়ে কবিতা ।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
121665
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদ Happy>-
176077
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৪
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
129779
সুমন আখন্দ লিখেছেন : ধন্যবাদHappy
179389
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৮
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : বাহ নিজেরা একা একাই খেলেন। আশে পাশের মানুষজনের কথা ও তো মনে রাখা উচিত।শুভ কামনা ও দোয়া রইলো আপনাদের জন্য।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
132447
সুমন আখন্দ লিখেছেন : Praying Happy শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File