অবাধ্য স্বজাতির তরে করুন নিবেদন বা উগ্র প্রার্থনা
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ২৫ জানুয়ারি, ২০১৪, ০৫:৩২:১১ বিকাল
প্রভূ...........................
হয়ত কিছুই বুঝিনা,হয়ত কিছু বুঝি।
হয়ত বিতর্কিত হলাম তোমার বান্দাদের কাছে।
হয়ত সত্য বলতে গিয়ে বিরক্ত করেছি ভাইদের।
হয়ত রাজপথের ফুটপাতে বা মধ্যখানে পড়ে থাকবে
নিথর রক্তাক্ত এই দেহ
ধর্মান্ধ কোন এক যুবক বা নাস্তিকদের হাতে
শাহাদাতের সুধা পান করালে করাতেও পার মা'বুদ
তাই সত্য বলতে তোমার এই বান্দা যে কোন ক্ষতি মেনে নিতে প্রস্তুত
তুমিই তো জান তোমাকে ভালবাসাতে কোন খাদ ছিলনা।
চিবগাতাল্লাহ ও'মান আহসানু মিনাল্লাহি সিবগাহ
ওয়া নাহনু লাহু আ'বিদুন।
আল্লাহর রং! আল্লাহর রংয়ের চেয়ে উত্তম কি রং আছে?
আমরা তারই ইবাদাতকারী।
জনপ্রিয়তা আর পদের লোভ করে কি লাভ?
মালাকুল মাউত যখন এসে যাবে
রুহ নিয়ে মূল্যহীন শরীরটি রেখে যাবে।
নিঃস্ব শরীরই কবরে যাবে আর কিছুই নয়।
সুতরাং হে জনপ্রিয়তা ......
তুমি কখনো আমাকে সত্য বলা থেকে বিরত করতে পারবেনা।
মরতেই যখন হবে তখন কিছু কথা বলে যাই
অবাধ্য স্বজাতির তরে করুন নিবেদন বা উগ্র প্রার্থনা
হাশরে তোমার কলার চেপে ধরে বলতে পারব... বলেছিলাম
তুমি কথা শুননি .... কথা রাখনি
দর্শনের আবেগময় উগ্রতায় যখন কউম অন্ধ হয়ে যায়
তখন রক্তাক্ত কোরবানীই তাদের শংকিত করতে পারে।
কেউ বলে পরীক্ষা কেউ বলে হাতের কামাই।
স্রষ্টার ভাষায় চিৎকার করে বলতে চাই
"আল্লাহ সে জাতির ভাগ্য ততক্ষন পরিবর্তন করেননা
যতক্ষন না তারা চেষ্টা করে।"
বিষয়: বিবিধ
১১১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন