বাংলাদেশ আবার স্বাধীন হবে কবে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৯ মে, ২০১৩, ০৯:৪৯:৫৬ সকাল

কবে হবে, কবে?

এবারও কি নয় মাস লেগে যাবে?

উত্তর দিতে হেঁটে আসে বন্দুকের নল

আসে দাউদাউ দাবানল,

ক্রমশ কয়লা হচ্ছে দেশের কপাল

মরছে মানুষ, হাসছে পঙ্গপাল!

পঙ্গপাল নাকি প্রভুভক্ত কুকুর?

কনফিউজড যারা তারাই তুলছেন ঢেকুর---

তুলছেন প্রশ্নটাও- কবে হবে, কবে?

এবারও কি নয় মাস লেগে যাবে?

পুলিশের পায়েরতলা হতে এদেশ মুক্ত হবে কবে?

বিজিবির গার্ডগিরি হতে এদেশ রক্ষা পাবে কবে?

রাবের একচোখা নিশানা হতে বাংলাদেশ বাঁচতে পারবে কবে?

রাজনীতির ফাটলে ধসে পড়েছে দেশ

কত লাশ পড়লে এ খেলার শেষ?

হিংসার আগুনে পুড়ছে প্রিয় ফসলের মাঠ

ভয়ে শঙ্কায় গরু-জনতার গলা শুকিয়ে কাঠ

কাঠফাটা বৈশাখের রোদ্দুরে

প্রশ্নটাই আসে ঘুরে ঘুরে--কবে হবে, কবে?

এবারও কি নয় মাস লেগে যাবে?

কৃষ্ণচূড়া পেরিয়ে কদমের দিন এসে গেল

কে সর্বস্ব হারাল, কে সহাস্য সাহায্য পেল!

কোন শোকপ্রস্তাব উঠবে কিনা সংসদের খেলাঘরে?

কি লেখা হবে ইতিহাসে, কোনটা যাবে গোয়ালঘরে,

খুব খেয়াল করে! খেয়াল কর কুকুর

গৃহশত্রু এখন হাজামজা পুকুর,

পদ্মার পানি চলে যাচ্ছে জায়গামত

আমাদের পেটে ক্ষুধার ক্ষত

আর মুখে ওই প্রশ্নটা- কবে হবে, কবে?

এবারও কি নয় মাস লেগে যাবে?

এবারও কি ডিসেম্বর হয়ে যাবে!

বাংলাদেশ আবার স্বাধীন হবে কবে?

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File