পিলখানা থেকে মতিঝিল। অপারেশন ডিলিট এভিডেন্স।
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৯ মে, ২০১৩, ০৯:২০:৫৩ সকাল
২০০৯ সালে পিলখানায় ৫৭ সেনা নিহত হবার সপ্তাহখানেকের মধ্যে রহস্যজনক এক হেলিকপ্টারে ক্রাশে নিহত হন যশোরের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম ।একই দিন বিকেল বেলা মৌচাকে হোটেলের কক্ষে পাওয়া যায় আরেক সেনা কর্মকর্তার লাশ। বলার অপেক্ষা রাখেনা ওগুলু ছিল হত্যাকান্ড। কেন সে প্রশ্ন অবান্তর।
আজ মিরপূরে বলি হলেন ডান ঘরানার ডিআইজি মঞ্জুর । সরকার কি ডিআইজি মঞ্জুরকে মতিঝিল গণহত্যা ফাঁসের হুমকি মনে করেছিল? মৃত্যুটা ও বেশ রহস্যজনক। আগুন ছড়িয়েছে ৩ তলা পর্যন্ত। ১১ তলায় ডি আই জি সাহেব নাকি দম বন্ধ হয়ে মারা গেছেন! ঘটনা অন্যদিকে প্রবাহিত করার জন্যই কি যুবলীগের এক নেতাকে ও বলি দেয়া হল?
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন