প্রসঙ্গ : মখা আলমগীর
লিখেছেন লিখেছেন জাকির বেপারী ১৮ মার্চ, ২০১৩, ১০:৩৬:৫৩ সকাল

গতকাল থেকে পর পর ৩টি চ্যানেলের টক শোতে মখা আলমগীরকে দেখতে পেলাম। গতকাল সকালবেলা চ্যানেল আই'য়ের তৃতীয় মাত্রা'য়, রাতে ইন্ডিপেনডেন্ট চ্যানেলে, আজকের বাংলাদেশ অনুষ্ঠানে, আজ সকালে দেখতেছি চ্যানেল ২৪-এ। এইসব চ্যানেলগুলোতে যখন টক শো করে তখন তারা একাধিক ব্যক্তি রাখে বা রাজনৈতিক প্রতিপক্ষ রাখে। কিন্তু মখার বেলায় দেখলাম ভিন্নরকম। তার প্রতিপক্ষ কাউকেই রাখা হয়নি। টক শো দেখে মনে হল মখা জাতির উদ্দেশ্যে ভাষন দিচ্ছে। উপস্থাপক বা সঞ্চালকরা বেশিরভাগ সময় নিরব ছিল। এই থেকে বুঝা যাচ্ছে মখা হয়ত টিভি চ্যানেলগুলোর সাথে কন্টাক করেছে এবং ধীরে ধীরে সবগুলো চ্যানেল থেকে উনি জাতির উদ্দ্যেশে ভাষন দিবেন।
বিষয়: রাজনীতি
১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন