[b]ধৈর্য্য এবং ধৈর্য্য[/b]

লিখেছেন লিখেছেন উচিত কথা ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৮:২৫ সন্ধ্যা

দেশে আজ মানুষের সাভাবিক জীবনের নিশ্বয়তা নেই। মানুষ্ আজ বড় অসহায়। সময়ের পরিক্রমায় হয়তো এক সময় সব ঠিক হয়ে যাবে। কেননা অত্যাচার এবং অত্যাচারী কখনও দীর্ঘস্থায়ী হয়না এটাই ইতিহাসের শিক্ষা। রাত যত অন্ধকার কিংবা প্রলম্বিত হউক না কেন ভোর আসবেই সূর্য্য উঠবেই এটা জগতের রীতি। ষড়যন্ত্রমূলক রাজনীতির খারাপ দিক হচ্ছে যারা ষড়যন্ত্রমূলক রাজনীতির দাবার ঘুটি হয়ে গনতন্ত্র ও দেশের সাময়ীক ক্ষতি করে তাদের চরম পরিনতি হয় ঐ দাবাড়–দের হাতেই। সর্বশেষ এক সময়ের আমেরিকার দাবার গুটি লাদেনের দিকে তাকালে এ সত্যই পরিলক্ষিত হয়। শাহবাগীদের আপততঃ গনতন্ত্রের মুখের তালা মনে হলেও তাতে ইতিমধ্যে মরিচিকা পড়তে শুরু করেছে। নিশ্চিত পরাজয় যখন অত্যাচারীদের দরজায় এসে কড়া নাড়ে তখন তারা পাশবিক অত্যাচারে নিমজ্জিত হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়না, ৭১ এ পাকিস্তানীদের কাছ থেকে এ শিক্ষাটুকে অন্তত আমরা নিতে পারি। সুতরাং এই আওয়ামী-বাকশালী-বাম শাহবাগীদের অবস্থাও তাই হবে। কারণ যে গনতান্ত্রিক দেশে ধর্মপ্রাণ জনগনের আধিক্য থাকে সে দেশে ধর্মকে বাদ দিয়ে কিংবা ধর্মাদ্রোহী হয়ে গনতন্ত্রকে দীর্ঘায়িত করা যায়না। এ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি উক্তি ই তার জ্বলন্ত স্বাক্ষর Without God, democracy will not and cannot long endure’ মহান মুক্তিযুদ্ধের সময় কিছু সংখ্যক লোক পাকিস্তানীদের পক্ষে থাকার কারনে আজ ৪২ বছর পরে এসে যদি রাজাকার বা মানবতাবিরোধী অপরাধী হিসাবে বিচারের সম্মূখীন হতে পারে তাহলে আজকে ভারতের হয়ে যারা শাহবাগী দরবার শরীফে ঝিকির তুলে পাখির মত মানুষ গুলি করে মারছে মানবতার বিপর্যয় ঘটাচ্ছে তথাকথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে তারা যে এক সময় এরকম বিচারের কাঠগড়ায় দাড়াবেনা বা দাড়াতে হবেনা তার নিশ্বয়তা কে দিবে। ধৈর্য্য, আরো ধৈর্য্য ধরতে হবে কারণ Patience is bitter, but its fruit is sweet.

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File