_______'মখা' না 'মঘা' _______
লিখেছেন লিখেছেন উচিত কথা ২৭ এপ্রিল, ২০১৩, ০৮:২১:২৫ সকাল
'মখা'... নামটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। যারা আসলে এত গভীরে যেতে চাননা বিশেষ করে পাঠ্য পুস্তক থেকে দূরে থেকেছেন তারা তাকে.. 'মঘা'...(হাবাগোবা, বলদ, বেকুব, কিংবা বুদ্ধিহীন এক নির্বোধ প্রাণী) নামেই ডাকে। 'মখা' মানে যে মহিউদ্দিন খান তারা তা বুঝেন না। তারা বুঝেন 'মঘা আলমগীর' মানে বেকুব কিছিমের বা বলদ আলমগীর। এই মখা আসলে পিলার তত্ত্ব দিয়ে আমাদের মত পুস্তকজীবি মানুষদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে আমরা যা জানি বা জানতাম তা ভুল। তার নাম....'মখা'... না...'মঘা'...। সুতরাং আমি শ্রদ্ধা রেখেই ফরহাদ মজহারের সাথে ভিন্ন মত পোষণ করে তাকে পাগল বা উন্মাদ না বলে মঘা বলতেই স্বস্তি বোধ করছি। কেননা পাগলরা সব সময় একই কথা বলে। কোনটা শুদ্ধ কোনটা ভুল তা প্রমানের দ্বার দ্বারিনা। কোনো কথা একবার মুখ দিয়ে বের করলে তা আর ফেরত নেয়না এমনকি শিকল দিয়ে বেধে রেখে গায়ে গরম পানি ঢাললেও না । আর মঘারা (বলদররা ) না বুঝে শুনেই কথা বলে এবং যখন নিজেদের মধ...্যে চৈতন্য আসে তখন বেমালুম অস্বীকার করে। পাগলদের আরেকটা দিক হলো তারা self motivated অন্যের দ্বারা motivated হয়না কিন্তু বোকারা self motivation এর পাশাপাশি অন্যদের দ্বারাও motivated হয়। পাগলরা যদি মনে করে কাউকে খুন করা উচিত সে তাকে খুন করবে বা করতে চাইবে কিন্তু তাকে দিয়ে জোর করে কাউকে খুন করানো যাবেনা। মঘারা অত ভাবেনা। তাদেরকে দিয়ে ইচ্ছা করলে প্রলোভন দেখিয়ে খুন করানো যায়। কিছুদিন আগের গণহত্যা তার উৎকৃষ্ট প্রমান।সর্বশেষ মঘা আজকে তার তত্ব অস্বীকার করে বলেছেন এটা নাকি সাংবাদিকদের ভুল এবং বিকৃত ব্যখ্যা। সুতরাং সবকিছু মিলিয়ে মখা আসলেই মঘা সে নিজেকে যত শিক্ষিত কিংবা পারদর্শী ই মনে করুক না কেন। তাই রাষ্ট্রের এত গুরত্বপূর্ণ স্থানে তাকে না রেখে অনতিবিলম্বে বরখাস্ত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক নচেত ভবিষ্যতে আমাদের আরো অনেক ক্ষতি হয়ে যাবে। ধন্যবদ.
বিষয়: বিবিধ
২৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন