একজন আব্দুল কাদের মোল্লা সব সময় তাদের সামনে হাজির হবে
লিখেছেন লিখেছেন গাজীরিপন ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪৩:০৩ বিকাল
গত রাত্রে ঘুম লাগতেছিল না শুধু বাড়ে বাড়ে এই চিন্তাই আসছিল মনে কি ভাবে পারল একজন নিরপরাধ মানুষকে এভাবে হত্যা করতে? শুধু মাত্র ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য।
আচ্ছা বাদ দিলাম আওয়ামীলীগের কথা, তারা তাদের ক্ষমতার জন্য সব কিছু করতে পারে কারন তারা আওয়ামীলীগ। মনুষত্ব তাদের নাই। কিন্তু বিচারপতি! নামের কালো উর্দিধারীদের মনটাও কি এত কালো?
আজকের পরে তারা কিভাবে আয়নায় নিজের চেহারা দেখবে? আয়নায় যখন নিজের চেহারা দেখবে তখন কি একজন খুনির চেহারা তারা দেখবে না?
বা কিভাবে তাদের নিজের সন্তানাদীর সামনে হাজির হবে, তাদের এই চেহারা নিয়ে? একবারও কি লজ্জিত হবে না এভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে আরেক জনকে ক্ষমতায় মসানোর সিড়ি হওয়ার জন্য?
না আমি শুধু শুধুই চিন্তা করতেছি, আসলে তারা তাদের মনুষ্যত্ব বিকিয়ে দিয়েছে, পদ এবং পয়সার কাছে।
তারপরেও আমার মনে হয় আজকের পরে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, কারন একজন আব্দুল কাদের মোল্লা সব সময় তাদের সামনে হাজির হবে।
বিষয়: রাজনীতি
১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন