মৃত্যুর ফায়সালা অবশ্যই আসমানে হয় অথচ অগ্নীপূজক শাহবাগীরা আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪১:৪১ বিকাল
মৃত্যুর ফায়সালা অবশ্যই আসমানে হয় এজন্যই মঙ্গলবারের পরিবর্তে বৃহষ্পতিবারে হয়েছে।
সব আয়োজনের পরেও মঙ্গলবার হয়নি কারণ সেদিন আল্লাহর ফয়সালা ছিলনা।
সরকার চোরের মত রাতের আঁধারে প্রশাসনের তত্বাবধানে শহীদ আব্দুল কাদের মোল্লা (রঃ)এর দাফন করেছে অথছ লাশবিহীন গায়েবানা জানাজায় সারা দেশে এমনকি বিদেশেও লাক্ষ লক্ষ লোক অংশ গ্রহণ করছে! এটাই আল্লাহর সিদ্ধান্ত।
জানাযায় উপস্থিত লাখো মানুষ কাদের মোল্লাকে নির্দোষ দাবি করে তার নামে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। তারা দাবি করছেন - শহীদ আব্দুল কাদের মোল্লার দোষ একটা ছিল, যার জন্য তাকে খুণ করা হয়েছে। সে দোষ হলো- তিনি ইসলামী আন্দোলন করতেন, তিনি আল্লাহ-রাসুলের কথা বলতেন।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন