বাংলাদেশী টাইগার ও বাঙালী সাপোর্টার
লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ১৬ মার্চ, ২০১৩, ১১:৪৭:০১ সকাল
আজ বাংলাদেশের শ্রীলংকার
বিরুদ্ধে দ্বিতীয় টেষ্ট ম্যাচ ।
ম্যাচটি হবে কলম্বোতে । আজ
বাংলাদেশ কেমন খেলবে জানিনা । হয়ত ভাল খেলবে , হয়ত খারাপ । আমাদের প্রত্যাশা থাকবে মুশফিকরা অনেক বেশী ভাল খেলবে । হয়ত কেউ ট্রিপল
সেঞ্চুরীই করে ফেলবে ! অথবা হয়ত আজ বাংলাদেশ খুব বেশী খারাপ খেলবে , হয়ত সেই পুরনো চিত্র । যাই হোক না কেন , আমি আজ মনেপ্রাণে আমার জন্মভূমির সাপোর্টার । খারাপ কিংবা ভাল , সন্তানের কাছে মা তো জন্মদাত্রীই ! যেদিন ওরা ভাল খেলেছিল , সেদিন যেমন ওদের সঙ্গে ছিলাম , আর যদি কোনদিন ভাল না-ও খেলতে পারে , তবুও আমি ওদের ছেড়ে যাব না । মধুর মৌমাছির মত সুদিনে সঙ্গে থেকে আর দুর্দিনে গালি দিয়ে অনেক বিশ্বাসঘাতকতা করেছি বাংলাদেশের সাথে । আর না । দুঃসময়ে নিন্দার বাণ ছুঁড়ে আশরাফুলদের কাঁদিয়েছি অনেক ।
আর না । আমি আজ শপথ নিলাম - ইন্ডিয়া , পাকিস্তান বা অন্য কোন টিমকে নয় , আজ থেকে আমি শুধুই বাংলাদেশের সাপোর্টার । ১৬ই ডিসেম্বর আর ২৬শে মার্চ অনেক মেকি দেশপ্রেম দেখিয়েছি , বছরের বাকি ৩৬৩ দিন করেছি দেশদ্রোহিতা । আজ
থেকে আমি সত্যিকারের দেশপ্রেমিক । ভাল হোক , মন্দ হোক এই দেশ আমার , এই মাটি আমার । এই দেশকে আমি আর
অপমান করব না ।
হে বাংলার টাইগাররা ,
তোমরা তোমাদের মত লড়ে যাও , বিশ্বের বুকে এই অভাগা দেশমাতৃকার সভ্রম রক্ষায় যুদ্ধ করে যাও ২২ গজের ভিতর । জয় , পরাজয় যাই হোক , জেনে রেখো - আমরা আছি তোমাদের
সাথে !! ফি আমানিল্লাহ্ ।
" বাংলাদেশ জেগে ওঠো ,
বাংলাদেশ গর্জে ওঠো ,
কোটি কোটি মানুষের ভালবাসায়
সিক্ত ! "
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন