মানুষ মাইরা তো একটা মজা আছে, এইটা বুঝেন না ক্যান ?

লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ০৬ মে, ২০১৩, ০৩:০২:১৯ দুপুর

সেটাই । এই দেশে আল্লাহ রাসূলকে গালিগালাজকারীরা সমাবেশ করলে তাদের পুলিশি নিরাপত্তা দেয়া হবে । আর নাস্তিকদের শাস্তির দাবীতে সমাবেশ হলে জেনোসাইড হবে । মজা হবে অনেক মজা ।

কে কুরআন পোড়াল কে আগুন দিল তার পোষ্ট মর্টেম করা যেত । কিন্তু ওই যে মজা হবে তো । তাই রক্তের হোলি খেলা । লীগ নেতা শহিদ মিনার ভেঙেছিল , জেনোসাইড হয় নি । বিশ্বজিতকে মেরে ফেলা হয়েছিল , জেনোসাইড হয় নি । ছুপা শিবিরের বেশে লীগ ভেঙেছিল মন্দির , জেনোসাইড হয় নি । তাহলে কি হয়েছিল ? মজা হয়েছিল মজা । অনেক মজা ।

রাতের আঁধারে মোল্লা মারার মধ্যে একটা মজা আছে । আবার লোক দেখানো শাহবাগ মন্চ ভেঙে নিরপেক্ষতা দেখানোর মধ্যেও মজা আছে । চ্যানেল বন্ধ করে , সাংবাদিক সরিয়ে দিয়ে দেশের মানুষকে কিছু জানতে না দিয়ে ২৫ শে মার্চ উদযাপনেও কিন্তু মজা আছে । মজা আছে ১৪ই ডিসেম্বরের মত রায়ের বাজারে বুদ্ধিজীবী হত্যার পর গণকবর দেয়ার মত ড্রেনে লাশ গুম করে ফেলার মধ্যেও । সবকিছুতেই মজা , ব্যাপক মজা ।

কিন্তু মজা শেষ হয়ে যায় নি । মজা আরো আছে । মজা কেবল শুরু । কাল থেকে মোল্লারা যখন লাঠি ছেড়ে অস্ত্র হাতে নেবে , তখন হবে মজা । যখন এখানে ওখানে বোমা ফুটবে , সুইসাইডাল এটাক হবে , তখন হবে মজা । মাদ্রাসায় আগুনের বদলা হিসেবে পুলিস স্টেশন রেলস্টেশনে আগুন হবে , তখন হবে মজা । দেশটা যখন আফগানিস্তান হবে তখন হবে মজা । মজা নিয়ে নিউটনের একটা চতুর্থ সূত্র আছে -

"প্রত্যেকটি মজারই একটি সমান ও বিপরীত মজা আছে ।"

বিষয়: বিবিধ

১৬৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File