Galle টেস্টের রেকর্ডসমূহ

লিখেছেন লিখেছেন সাইদুল হোসেন ১২ মার্চ, ২০১৩, ০৭:৩৬:২৮ সন্ধ্যা

Galle টেস্টের রেকর্ডসমূহ –

১। প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরী ।

২। মুশফিক পৃথিবীর অষ্টম ডাবল সেঞ্চুরিয়ান উইকেটকিপার ।

৩। মুশফিক পৃথিবীর দ্বিতীয় উইকেটকিপার – অধিনায়ক যার ডাবল সেঞ্চুরী আছে ।

৩। ছয় নম্বর পজিশনে ব্যাট করে ডাবল সেঞ্চুরি করা পৃথিবীর ৯ম ব্যাটসম্যান মুশফিকুর রহিম ।

৪। আশরাফুলের ১৯০ রান বাংলাদেশের টেস্টের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ।

৫। একটা মজার রেকর্ড হচ্ছে আবুল হাসানের অপরাজিত ১৬ রানের ফলে তার টেস্টের এভারেজ হয়েছে ১৩৬ । বাংলাদেশের আর কোন ব্যাটসম্যানের এত এভারেজ নেই !

৬। সাত নম্বর পজিশনে ব্যাট করে সেঞ্চুরি করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান নাসির ।

৭। আশরাফুল এবং মুশফিক জুটির ২৬৭ রান বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ।

৮। এক ইনিংসে তিনটি সেঞ্চুরির ঘটনা বাংলাদেশে এই প্রথম ।

৯। এক ইনিংসে তিনটি সেঞ্চুরি পার্টনারশিপের ঘটনাও এই প্রথম ।

১০। সর্বোপরি ৬৩৮ রানের স্কোর বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ ।

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File