জনাব মির্জা ফখরুল আপনাদের নীরবতাই আজ ফিরে আসছে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২০ জুন, ২০১৭, ০৬:৩০:৩৫ সন্ধ্যা
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি যে কয়টি সরকার এসেছে সবক'টি সরকারের সবক'জন মন্ত্রীর উপর যদি একটা জরিপ চালানো হয় যে, কে কত পার্সেন্ট দুর্নীতি করেছেন তাহলে, হাতে গুনা ৪/৬ জন পাওয়া যাবে যারা শতভাগ দুর্নীতিমুক্ত ছিলেন। আর তাদের মধ্যে অন্যতম হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারী জেনারেল শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। এটা আমার বক্তব্য নয়, এটা দূর্নীতি প্রমাণিত সত্য। কেননা, কোনো মন্ত্রীর উপর জরিপ না চালালেও এই দুই মন্ত্রীর উপর অঘোষিত জরিপ চালিয়েছে, লাল নীল হলুদ সবক'টি মিডিয়া।তারা অণুবীক্ষণযন্ত্র দিয়ে খুঁজেছে, পায় নি। বিষয়টা এরকম ছিলো যে, এই দুই মহান নেতা মন্ত্রী থাকাবস্তায় মিডিয়াগুলো মন্ত্রীদের মাথার উপর যেন যন্ত্র বসিয়ে রেখেছিলো যে, যদি কোনো ক্লু পাওয়া যায় দূর্নীতির।
তারা হন্যে হয়ে খুঁজেছে মইন-ফখরের দুই বছর মেয়াদকালেও। এমনকি, মইন -ফখরের সরকারও অনেক খোঁজাখুজি করেছে,কোনো ছুতোয় গ্রেফতার করা যায় কি না।আল্লাহর অশেষ রহমতে দুর্নীতি ত দূরের কথা এক টাকার স্বজনপ্রীতি বা দলীয়প্রীতিরও কোনো আলামত পায় নি কেউ। তাইতো প্রধান প্রধান নেত্রী থেকে শুরু করে সকলেই যখন লাল ঘরে তসবীহ টিপছেন, তাদের নিজ নিজ দলের নেতা কর্মীও যখন তাদের বিরুদ্ধে মোটা অংকের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরছেন, তখন এই দুই নেতার গা'য়ে কেউই সামান্যতম কাদামাটি লেপটে দিতে পারেন নি।
তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নাটক সাজিয়ে,মিথ্যার সোনামী ঘটিয়ে এই দুই মহান নেতাকে ফাঁসী দেয়া হলো।ফাঁসী দেয়া হলো অপরাপর নেতৃবৃন্দকে। সারা দেশের অধিকাংশ মানুষ হায় হুতাশ, আক্ষেপ করলেও বি এন পি'র কেন্দ্রীয় নেতারা রাজাকার টাগ পাওয়ার ভয়ে নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদ করলেন না।অবস্থাদৃষ্টে মনে হচ্ছিলো, এই ফাঁসী, এই হত্যায় তারা ভেতরে ভেতরে খুশই আছেন।খুশিটাও প্রকাশ করলেন না। তারা নিরব থাকলেন। আর এই নিরবতাই তাদের জন্যে কাল হয়ে তাদের দোরগোড়ায় ফিরে আসছে। আজ বি এন পি নেত্রীকে আদালতের রাস্তায় লেফট রাইট মারানো হচ্ছে। নেতাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে। আর এখন শুরু হয়েছে ডিরেক্ট এ্যাকশন। এখনত রাস্তায় পিঠিয়েছে আপনাদের। আর ক'টা দিন অপেক্ষা করুন, ঘরে বউ বাচ্চা নিয়ে ঘুমোতে পারবেন না। তারা অন্দরমহলে ঢুকে আপনাদের উপর চার ছক্কার ব্যাটিং চালাবে।জামায়াত নেতাদের হত্যার দায় আপনারা কেউই এড়িয়ে যেতে পারেন না।
বিষয়: রাজনীতি
২১২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন