বছর ঘুরে আবার এলো (রামাদ্বানের গান)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ জুন, ২০১৭, ০৬:৩১:৫৫ সন্ধ্যা

বছর ঘুরে আবার এলো

আবার এলো মাহে রামাদ্বান

নাও লুটে নাও, রহমত বরকত,

লুটে নাও আল্লাহর দয়া অফুরান।

বছর ঘুরে আবার এলো....

-

আবার এলো ফিরে কুরআনের মাস

পথহারা এসো কুরআন ডাকে বারোমাস

কুরআনের মাস জানি পুণ্যের আঁধার

ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ক্বাদর।

বছর ঘুরে আবার এলো....

-

আবার এলো ফিরে ক্বদরের রাত

পাপী তাপী যত আছ তুলো দুই হাত

ক্বদরের রাত জানি পুণ্যের আঁধার

লাইলাতুল ক্বাদরি মিন আলফি শাহর।

বছর ঘুরে আবার এলো....

-

নাযাতের মাস এলো মাগফিরাতের

জীবনকে রাংগিয়ে নাও জান্নাতের

রামাদ্বান মাস জানি পুণ্যের আঁধার

ছালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।

বছর ঘুরে আবার এলো....

বিষয়: সাহিত্য

৬৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383303
০৯ জুন ২০১৭ সকাল ০৮:২০
হতভাগা লিখেছেন : বছর ঘুরে আবার এল মাহে রমাদান

ব্যবসায়ীয়েরা এ মাসে হয় বড়ই লাভবান

সারা বছরে এই একটি মাসেই করে তারা লাভ

জিনিস পত্র পোশাক আশাকে টাকার সয়লাব

পথে ঘাটে যানজটের মহা সমারোহ

নানাবিধ সমস্যা থেকে রেহাই পায় না কেহ
383313
০৯ জুন ২০১৭ রাত ০৮:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File