আমরা সিলেটি,সিলেট আমাদের অহংকার
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুন, ২০১৭, ০৮:১১:৫৪ রাত
হযরত শাহ জালাল, শাহ পরান, শাহ মোস্তফা ও সাহেব কিবলা ফুলতলি,জাতীয় মসজিদের সাবেক খতিব আল্লামা ওবায়দুল হক (রঃ) সহ অসংখ্য ওলি আউলিয়ার স্মৃতিধন্য বিভাগ সিলেট।মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানি, এম সাইফুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী সহ দেশের অনেক প্রতিথযশা রাজনীতিবিদদের জন্ম এই সিলেটেই।আমেরিকার নাসা'র পদার্থবিজ্ঞানী ডঃ মোঃ আতাউল করিম সহ হাজারো জ্ঞানী গুনিজনের জন্ম এই সিলেটে। বাংলাদেশের সাবেক ব্রিটিশ এম্বেসেডার জনাব আনোয়ার চৌধূরী, বর্তমান ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার রোশনারা আলী সহ বিলাতে রাজনীতির মূল স্রোতে নেতৃত্বদানকারী অনেকেই এই সিলেটের কৃতি সন্তান।মরমী কবি হাসন রাজা ও শাহ আব্দুল করিমের মত সাধক এই সিলেটেরই। ওলি আউলিয়া ও আধ্যাত্মিক মহা পুরুষদের পদচারনায় এই সিলেট বিভাগ যেমনি পুণ্যতা অর্জন করেছে, তেমনি হাজারো জ্ঞানী গুনিজনের জন্ম দিয়ে এই সিলেট পূর্ণতা পেয়েছে।
প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট বিভাগ সুন্দর্যেরও লিলা নিকেতন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাত, সিলেটের জাফলং এ প্রতিবছর লক্ষ লক্ষ দর্শনার্থীর পদভারে মুখরিত হয়। দেশের সর্ববৃহত হাওর হাকালুকির হাওর এই সিলেটেই। চা এবং আগর আতর শীল্পের জন্য দুনিয়াজুড়া খ্যাতি রয়েছে আমাদের সিলেটের। বাংলাদেশের অর্থনীতিতে সিলেটিদের অবদান অসামান্য। শীল্প, কলকারখানা, প্রাকৃতিক সম্পদের পাশাপাশি প্রবাসী সিলেটিদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির বিশাল অংশ দখল করে আছে।
সিলেটিরা ভোট দিয়ে বাংলাদেশ তথা তৎকালীন পূর্বপাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। এই সিলেটে জন্ম নিয়ে আজ আমি আমরা গর্বিত। আমরা সিলেটি, সিলেট আমাদের অহংকার। সিলেটিরা দুনিয়ার যেকোনো প্রান্তে বুক ফুলিয়ে নিজেদের পরিচয় দেয়, আমরা সিলেটি। অনেক ভাই বন্ধু মাঝে মধ্যে মজা করে বলে সিলেট বাংলাদেশের অংশ না, সিলেট আলাদা এক দেশ। হা, সিলেট আলাদা এক দেশ হওয়ার মত যোগ্যতা ও মর্যাদা রাখে। সেই সিলেটিদের নিয়ে কিছুদিন পরপর কিছু কুলাঙ্গার কুরুচিপূর্ণ গালিগালাজ, মন্তব্য করে। গত দু'দিন আগেও এক সাংবাদিক বিলেতের সিলেটিদেরকে তার ব্যক্তি চারিত্রিক ভাষায় ফেসবুকে গালি দিয়েছে। জানিনা সে কেন গালিটা দিয়েছে। তবে আমার মনে হয়, শুধুমাত্র ব্যাপক পরিচিতি পাবার আশায় সে এমনটা করেছে। কারণ, সে জানে সিলেটিদের গালি দিলে এটা ফেসবুকে ভাইরাল হবে। তার কাজে সে সফল হয়েছে।কিন্তু সে জানেনা, হাজার হাজার সিলেটিদের থুথু তার মুখের উপর নিক্ষেপ হয়েছে। লেখার শেষ দিকে তার গালির একটা জবাব ভদ্র ভাষায় দিয়ে শেষ করতে চাই, আসলেই তুমি একটা অমানুষ।
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো , অনেক ধন্যবাদ
জেনারেল এজিএম ওসমানী , সাইফুর রহমান , হুমায়ুন রশীদ চৌধুরী ছাড়া আর কোন সিলেটিদের নাম শোনা যায় না যারা দেশে থেকে দেশের জন্য কিছু করছে ।
ইদানিং সময়ে সিলেট নাম কামাচ্ছে গুম হয়ে যাওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর কল্যাণে ।
আর যেসব বিলাতি প্রবাসীদের কথা বলে আমরা সিলেটি তথা বাংলাদেশীরা আত্মহারা হয়ে যাই তারা আসলে কি জানি এরা বাংলাদেশের জন্য কি এমন করেছে দেশে বা সেখানে ?
মূলত যারা পশ্চিমাদেশ সমূহে প্রবাসী হয় তারা বাংলাদেশের আলো বাতাসে খেয়ে দেয়ে বেড়ে উঠে আরেক দেশে গিয়ে ডিম পাড়ে । এদের কোন সাফল্যে একজন সাধারণ বাংলাদেশী হয়ে আমি কোন গর্বের কিছু দেখি না । এরা দেশে টাকা পাঠায় না মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মত বরং টাকা নিয়ে যায় বা তাদের কাছে পাঠাতে হয় ।
দেশের অর্থনীতিতে তাদের কোন অবদান নেই যেমনটা আছে মধ্যপ্রাচ্য প্রবাসীদের । এরা দেশের নাগরিকত্বকে লাথি মেরে ঐসব দেশের নাগরিকত্ব গ্রহণ করে।
মন্তব্য করতে লগইন করুন