(অ)মঙ্গল শোভাযাত্রা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ এপ্রিল, ২০১৭, ০৮:২২:৩৩ রাত
শোভাযাত্রায় মঙ্গল আসেনা
প্রদীপ যতই জ্বালো
মঙ্গল আসে সেথা,যেথায়
আছে সত্যের আলো।
-
অমঙ্গলকে ডাকিয়া আনো
শোভাযাত্রা করে
কত বাড়ি-ঘর যায় হারিয়ে
কাল বোশেখী ঝড়ে।
-
কত জনাই ত বছরে বছরে
হারায় তাদের স্বজন
বানের টানে ভাসিয়ে গেলেও
তার খবর রাখে ক'জন।
-
তোরা থাকিস শহরে নগরে
শক্ত দালান পরে
অমঙ্গল সব ডাকিয়া আনিস
আমার মাটির ঘরে।
-
এসো হে বৈশাখ এসো এসো করে
গানে-সুরে ডাকিস
বৈশাখে যার কপাল পুড়ে
তার কি খবর রাখিস?
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন