ভাষা সৈনিক

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৬:৩৬:৫৯ সন্ধ্যা

তোমার পিঠে পদচিহ্ন একে যাত্রা শুরু হলো

তোমার কন্ঠে বাংলা ভাষার পত্র পড়া হলো

তুমি সৈনিক ভাষা সৈনিক মহান বাংলা ভাষার

তুমি জাগিয়েছো মানুষের মনে নতুন স্বপ্ন আশার।

-

তোমার কত সাথী বন্ধুরা রক্ত দিয়েছে ঢেলে

তোমার কন্ঠ রোধ করিতে তোমায় নিয়েছে জেলে

তুমি অবিচল অটল থেকেছো বাংলা ভাষার তরে

তুমি সৈনিক ভাষা সৈনিক মায়ের ভাষার পরে।

-

তোমার শ্লোগানে মুখরিত হয় অলি গলি রাজপথ

তোমার আহবানে ছাত্র জনতার বুকে আসে হিম্মত

তুমি গেয়েছো কন্ঠে তোমার বাংলা ভাষার গান

তুমি সৈনিক ভাষা সৈনিক তুমি বাংলার প্রাণ।

-

তোমার নামের বন্দনা আজ হয়না ভাষার দিনে

তোমার ভাষাপ্রেম দিয়ে যা রেখেছো অযুত ঋণে

তুমি ভয়-তটস্থ জালিমের বুকে যেমনি ছিলে আগে

তুমি মহান ভাষা সৈনিক তোমার মহান ত্যাগে।

বিষয়: বিবিধ

৯০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381994
২৩ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:০৮
হতভাগা লিখেছেন : ভাইজান মনে হয় গোলাম আজম সাহেবকে মনে করতেছেন এই দিনে
382515
০২ এপ্রিল ২০১৭ দুপুর ০১:৪৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের প্রীয়নেতা গোলাম আযম সাহেব
আল্লাহ ওনাকে জান্নাত নসিব কুরুন
আমিন
অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File