কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি (সাময়িক পোস্ট)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ জানুয়ারি, ২০১৭, ০৪:৩৬:৫৮ বিকাল



প্রিয় কর্তৃপক্ষ, সালাম আর দিলাম না। কেননা, জানি আপনারা ঘুমিয়ে আছেন। কখন জাগবেন আর কখন সালামের জবাব দেবেন।

যদি আপনারা কখনো জাগতে পারেন আর আপনাদের দৃষ্টিগোচর হয় এই অদমের লেখাটি তাহলে আশা করি একটু নেক নজর দেবেন,নতুন ব্লগার সেইন তীরের বাসিন্ধা'র পাতায়।

বেচারা, আজ ১৬ দিন হয় আপনাদের মহান দৌলতখানায় একখান খাট নিয়ে বসে আছেন এবং ইতিমধ্যে ৪ খানা পোস্ট দিয়াও নিজেরে জাহির করতে পারতেছেন না আপনাদের বদান্যতার অভাবে।এমনকি বেচারার পোস্টগুলো নিজের পাতায়ও দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ২ বার ফিডব্যাক দিয়াও আপনাদের ঘুম ভাংগাতে পারছেন না।নিরুপায় হয়ে আমার স্মরনাপন্ন হয়েছেন। আমি আর কি করতে পারি এই পোষ্ট দেওন ছাড়া।

অতএব, আপনাদের কাছে সবিনয় অনুরোধ ঘুমটা যখন ভাংবে তখন বেচারার দিকে সুদৃষ্টি দান করিবেন।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381469
২৫ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আচ্ছা দিলাম
381471
২৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কুম্ভকর্ণের ঘুম?
381482
২৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : াপেক্ষাই কররুন!!
381485
২৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:১৪
হতভাগা লিখেছেন : এরা মনে হয় খুব একটা কাজের না । সর্বোচ্চ মন্তব্যকারীদের তালিকা মনে হয় বছর খানেক ধরে একই আছে । বার বার ডোমেইন চেন্জ করার প্যারায় থাকায় কোন কিছুতেই মন লাগাতে পারছে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File