কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি (সাময়িক পোস্ট)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ জানুয়ারি, ২০১৭, ০৪:৩৬:৫৮ বিকাল
প্রিয় কর্তৃপক্ষ, সালাম আর দিলাম না। কেননা, জানি আপনারা ঘুমিয়ে আছেন। কখন জাগবেন আর কখন সালামের জবাব দেবেন।
যদি আপনারা কখনো জাগতে পারেন আর আপনাদের দৃষ্টিগোচর হয় এই অদমের লেখাটি তাহলে আশা করি একটু নেক নজর দেবেন,নতুন ব্লগার সেইন তীরের বাসিন্ধা'র পাতায়।
বেচারা, আজ ১৬ দিন হয় আপনাদের মহান দৌলতখানায় একখান খাট নিয়ে বসে আছেন এবং ইতিমধ্যে ৪ খানা পোস্ট দিয়াও নিজেরে জাহির করতে পারতেছেন না আপনাদের বদান্যতার অভাবে।এমনকি বেচারার পোস্টগুলো নিজের পাতায়ও দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ২ বার ফিডব্যাক দিয়াও আপনাদের ঘুম ভাংগাতে পারছেন না।নিরুপায় হয়ে আমার স্মরনাপন্ন হয়েছেন। আমি আর কি করতে পারি এই পোষ্ট দেওন ছাড়া।
অতএব, আপনাদের কাছে সবিনয় অনুরোধ ঘুমটা যখন ভাংবে তখন বেচারার দিকে সুদৃষ্টি দান করিবেন।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন