দ্বায়ী ইলাল্লাহ

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২০ জানুয়ারি, ২০১৭, ০৭:৩৩:১৯ সন্ধ্যা

ঈমানের তাপদাহ অন্তরে না জ্বলিলে

কেমনে গাইবে তুমি মানবতার গান

এক আল্লায় বিশ্বাসে অটল না হইলে

কেমনে উড়াবে তুমি বিজয় নিশান।

-

রাসুলের প্রেমের জুস হৃদয়ে না মাখিলে

কেমনে জাগাবে তুমি হাজার হৃদয়

পীড়িতের বেদনায় ব্যথিত না হইলে

কেমনে করিবে মানুষের দিল জয়।

-

ইসলামের আলোয় তুমি রঙ্গিত না হলে

কেমনে রাঙ্গাবে তুমি দুনিয়া ভূবন

ঐশি বাণীতে জীবন-আচার না চালালে

কেমনে করিবে দুর জুলুম শোষন।

-

কালেমার মর্মবাণী তুমি হৃদয়ে না গাথিলে

কেমনে হবে তুমি প্রেমিক আল্লাহর

কানে কানে সেই বাণী সদা না পৌছিলে

কেমনে হবে তুমি দ্বায়ী ইলাল্লাহর।

বিষয়: সাহিত্য

১১২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381362
২১ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:৩৩
হতভাগা লিখেছেন : দেশের বাইরে গেলে যেমন দেশের প্রতি টান বাড়ে

তেমনি বিধর্মীদের দেশে গেলে ধর্মের ভীত আরও মজবুত হয় ---- ঠিক না ?

পশ্চিমে যাওয়া অনেকের লিখায় এরকমই আভাস পাওয়া যায় ।
381371
২১ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৪৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর লিখনি।ধন্যবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File