শিবির
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২১ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৯:১৬ রাত
শিবির মানেই অন্যরকম ভিন্ন কিছু করা
জুলুম শোষণ ছিন্ন করে বিজয় মুকুট পরা।
-
শিবির মানেই মুক্ত আকাশ মুক্ত সেনার দল
নির্যাতিতের -নিপীড়িতের বুকে সাহস বল।
-
শিবির মানেই জ্ঞান সাগরে অবাধ বিচরণ
অন্ধজনের আলোর বাহক আলোক বিতরণ।
-
শিবির মানেই বিদ্যালয়ের ছাত্র সেরা যেজন
বাবা মায়ের শ্রেষ্ঠ মানিক, স্যারের প্রিয়জন।
-
শিবির মানেই ওয়াক্ত হলে পাড়ার মোয়াজ্জিন
প্রয়োজনে ইমাম খতিব হয় না পিছপাহীন।
-
শিবির মানেই সাঁতার কাটা স্রোতের উলটো দিক
মরুঝড়ে হয় না বেহুশ আসুকনা ঝড় দিক্বিদিক।
-
শিবির মানেই ক্লান্তিহীন নির্ঘুম রাতের তারা
অমানিশায় বিলিয়ে দেয়া মিষ্টি আলোর সারা।
-
শিবির মানেই দ্বীনের তরে অবিরাম পথ চলা
উচ্চসুরে আল্লাহ মহান,রসুলের কথা বলা।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন