@@@ নতুন ভোর @@@ (মীর কাসেম আলী (রঃ)কে উৎসর্গ)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৭:৫৬ রাত

মাঝে মাঝে রাত্রিগুলো দীর্ঘায়িত হয়

স্বপ্নগুলো অন্তপুরে চুপটি মেরে রয়

কান্নারা সব উতলে উঠে আছরে পড়ে বুকে

সুখগুলো সব একে একে মরছে ধুকে ধুকে।

-

মাঝে মাঝে নি:শ্বাসটাও হয়যে অনেক বড়

ভয়কাতুরে মনটা লোকায় বুকটা ধড় ধড়

হাসিরা সব পালায় যেন লু হাওয়ারই সাথে

দু:খগুলো অট্টহেসে মোর ঘরে ঘর পাতে।

-

মাঝে মাঝে ক্লান্তি এসে ঝাপটি মেরে ধরে

ফুটন্ত সব গোলাপ চাঁপা ঝরঝরিয়ে ঝরে

হাত পা গুলো অলস অবশ শক্তি নাহি পায়

বিষাক্ত মন ছুটে চলে নির্ঘুম রাতের গায়।

-

মাঝে মাঝে ইচ্ছে করে সব করি চুরমার

মন্দ ভালো পছন যত হোকনা একাকার

নতুন করে আসুক ফিরে সোনালী এক ভোর

অমানিশা দুর হয়ে যাক কাটুক রাতের ঘোর।

বিষয়: সাহিত্য

৯২১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377294
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৪৯
হতভাগা লিখেছেন : উর্দূতে লিখতে পারেন
377331
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:২২
377365
০৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৫৩
Anwarulhaque67 লিখেছেন : রাত যত গভীর হয়, প্রভাত তত এগিয়ে আসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File