Rose Roseস্বাধীনতা দিবস উদযাপন ব্লগীয় আয়োজন Rose Rose (সাময়ীক পোস্ট)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ মার্চ, ২০১৬, ০৭:০৯:৩৫ সকাল



স্বাধীনতা । অসংখ্য অগণিত মানুষের জীবনহানী আর উত্তপ্ত তাজা লাল খুনের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা । আমার মায়ের ইজ্জত আর বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা । এই স্বাধীনতা কারো দান নয়, কোন ব্যাক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বের ফসল নয়। এই স্বাধীনতা জীবন দিয়ে ছিনিয়ে আনা এক লাল টুকটুক সুর্য্য।

আগামী ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। নানা রকম আয়োজনে এই দিন উদযাপন করা হবে। ব্লগ কর্তৃপক্ষ এই দিন উদযাপনের কোন উদ্যোগ নেবে বলে মনে হয়না। আসুন না আমরা সকলে মিলে এই দিন উদযাপনে উদ্যোগী হই। আমাদের ব্লগীয় আয়োজনের কর্মসূচী ঃ

সভাপতি -সম্মানিত ব্লগার শেখের পোলা (তিনি সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য লিখবেন)

পরিচালক -সম্মানিত ব্লগার গাজী সালাউদ্দিন (তিনি পোস্ট দিয়ে আয়োজনের সূচনা করবেন এবং অন্যদের সকল লেখা তার পোস্টে যোগ করবেন। সূচনায় তিনি সংক্ষিপ্ত লিখবেন )

কুরআন থেকে (সংক্ষিপ্ত তরজমা) -মাহবুবা সুলতানা লায়লা

শুভেচ্ছা বক্তব্য লিখবেন-ব্লগার জীবরাইলের ডানা

ঈগলের চোখ,

কুয়েত থেকে,

মো ওহিদুল ইসলাম,

আবুসামীহা।

(অবশ্যই সংক্ষিপ্ত )

আলোচনা লিখবেন-

ব্লগার নুর আয়শা আব্দুর রহিম, বিষয়- আমাদের স্বাধীনতা

পটাশিয়াম নাইট্রেট , বিষয়- স্বাধীনতা এবং আমরা

আফরা, বিষয়- ছাত্রীজীবনে স্বাধীনতা দিবস উদযাপন

প্রবাসী আব্দুল্লাহ শাহীন,বিষয়- প্রবাসে স্বাধীনতা দিবস

আবু জান্নাত, বিষয়- ভুলুন্ঠিত স্বাধীনতা

(সংক্ষিপ্ত হবে)

প্রবন্ধ - মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, বিষয়- স্বাধীনতা রক্ষায় আমাদের করণীয়

স্বাধীনতার ছড়া/কবিতা-

বাকপ্রবাস, আবু তাহের মিয়াজী, প্যারিস থেকে আমি, ফাতিমা মরিয়াম, অন্য চোখে।

কৌতুক - দ্য স্লেভ, আওণ রাহবার, এলিট।

আপ্যায়ন- দ্য স্লেভ ও আফরা।

২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।

(দ্রষ্টব্য- আমাকে ক্ষমা করুন এবং মাইন্ড না করে সাড়া দিন। যাদের নাম লিখিনি তারাও আসবেন)

বিষয়: বিবিধ

১৪৬৬ বার পঠিত, ৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363331
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:১৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : দিলেন বিশাল এক কাধেঁ চাপিয়ে! !!!!!

সত্যিই অনেক চমৎকার আয়োজন।

উল্লেখিত ব্লগাররাসহ সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি।

আচ্ছা পরে লিখলেন ২৭ মার্চ।কেন?

আফরাকে এ্যাপায়নের দায়িত্ব দিলেন! সব একাই সাবার করে দিবে! যা খাওয়্যা
২৩ মার্চ ২০১৬ সকাল ১১:৫৩
301242
আফরা লিখেছেন : পলাই না তো পলাই যাইব সেতু খাবার পাবেই না-----------।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:১১
301251
প্যারিস থেকে আমি লিখেছেন : আসসালামু আলাইকুম। জনাব উপরুক্ত আলোচক, কবি সাহিত্যিকদের দাওয়াতের দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে।
তাহলে কি ২৬ তারিখই আয়োজন করতে চান। কেও তো দুইদিনব্যাপী করতে আগ্রহী। কি করা যায়?
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৪২
301257
প্যারিস থেকে আমি লিখেছেন : আফরা লিখেছেন : ভাইয়া আপনি এটা সাদিয়া মুকিম আপু বা সন্ধ্যা তারা আপুকে দিতে পারেন । এটা গাজী সালাউদ্দিন ভাইয়া কে বলতে পারেন উনার সাথে মনে হয় আপুদের ফেবুতে যোগাযোগ আছে । আমার সাথে করো যোগাযোগ নেই তো ।

ওকে আপ্যায়নে আমি থাকব । ইনশা আল্লাহ !
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:১৫
301266
প্যারিস থেকে আমি লিখেছেন : গাজী ভাই মনে হয় ২৬ তারিখই করে নেয়া ভালো। আপনি কি বলেন। তাহলে কি সংশোধিত করে দেব।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৩০
301268
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার দিন তারিখ নিয়ে ঝামেলা নেই। আপনাদের যেভাবে ভালো মনে হয়, সেভাবেই করবেন।

আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে একজন মেয়েও নেই। সাদিয়া মুকিম আর সন্ধাতারার সাথে কেমন করে যোগাযোগ থাকবে! বানু আপা একবার ব্লগে কয়েক মুহুর্তের জন্য ফেবুতে আমার পোস্ট দেখেছে। না উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আর না আমি উনাকে পাঠিয়েছি। খালি গুজব ছড়ানোর মধ্যে এক্সপার্ট!

তাতো এ্যাপায়নে থাকবেনই, ওখানেইতো আপনার আসল স্বার্থ। খালি খাওনের দিকেই নজর থাকে!

@ পইন্না, চুন্নি
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৭
301269
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কোন অসুবিধা নেই।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৯
301271
আবু জান্নাত লিখেছেন : যোগাযোগ না থাকলে "বানু আপা" নামটা জানলেন কি করে??Praying Praying Praying
২৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:০০
301272
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা জানতে ফেবুতে যোগাযোগ থাকা লাগবে!
এই দেখেন http://www.first-bd.net/blog/blogdetail/bloglist/6327/mbanu
২৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৭
301277
আফরা লিখেছেন : Sorry . গাজী সালাউদ্দীন ভাইয়া । আমি শুধু অনুমান করে বলেছি তার জন্য ।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৮
301278
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরে ওরে কি ফরমালিটি। বলে সরি! পইন্না একটা
২৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০৩
301284
আফরা লিখেছেন : আপ্যায়নে থাকতে চেয়েছি আমি রান্না না পারলে মানুষকে খাওয়াতে পছন্দ করি তাই । আমি তো খাদক না খাদক হল দ্য স্লেভ ভাইয়া ।
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:২৬
301370
প্যারিস থেকে আমি লিখেছেন : গাজী ভাই ব্লগার মো:ওহিদুল ইসলাম ভাইকে আপনার ফেসবুকের লিংক দিন।
২৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৩
301407
আফরা লিখেছেন : পলাইনা ভাইয়া পলাইছে রে ----
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৫
301412
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ!!!!!!!!! আমি পলাইনা। চুরি করি নাইতো যমের ভয় কিসের! @ পইন্না একটা
363332
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:১৭
আওণ রাহ'বার লিখেছেন : ইস!
ঐ দিন তো থাকবোই না!
অভিনন্দন সবাই কে।
২৩ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৪
301220
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে আমাকে আগেই ফেবুতে টেক্সট করে দিবেন
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:১২
301252
প্যারিস থেকে আমি লিখেছেন : গাজী ভাইয়ের কথার সাথে একমত।
363337
২৩ মার্চ ২০১৬ সকাল ১০:২৮
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আস্সালামু আলাইকুম।
১. রবিবার কেন? ২৭ তারিখ কেন? সন্ধ্যা ৭টা হওয়ার হিকমাতটা কি?
২. অনুষ্ঠানটা ২দিন ব্যাপী করলে করলে কেমন হয়? ২৬-২৭ মার্চ।কারণ আমরা যারা রবিবারে বিষম ব্যস্ত থাকি, তারা শনিবারে সুযোগ নিতাম।
আমরা আসি অথবা না আসি, প্রত্যাশা করি অনেক জ্ঞানীজন, পুরো শিক্ষিত মানুষ আসবেন সেই আসরে। মুডুদের অনুরোধ করবোঃ জিনিসটা একটু খানি ঝুলিয়ে রাখবেন-যাতে সবাই উপভোগ করতে পারে।
ধন্যবাদ, আয়োজন সফল হোক।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:২৯
301255
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।
রবিবার ইউরোপের ছুটির দিন মাথায় এসেছিলো। দেখা যাক অন্যরা কি বলেন। সন্ধা ৭ টা বাংলাদেশের,যাতে সবাই অংশ নেন।
দুদিন ব্যাপী সম্ভব নয়,কেননা সব গুলো লেখা একই পোস্টে যায়গা দিতে চাই।
ধন্যবাদ আপনার আগমনে।
363347
২৩ মার্চ ২০১৬ সকাল ১১:৫৭
আফরা লিখেছেন : আমি কখনো স্বাধীনতা দিবস উৎযাপন ধারে কাছে ও যাই নাই আমি এটা নিয়ে লিখব কি ভাবে ভাইয়া ।
২৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৪১
301249
আবু জান্নাত লিখেছেন : আপনি একটি রেসিটি বানানোর টিপস দিতে পারেন। চুরি করে হোক আর নিজে তৈরী করে হোক। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:০৪
301250
আফরা লিখেছেন : জান্নাতের বাবা আমার ভাইয়া বেশী পাজি হয়েছেন না-----
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:১৮
301253
প্যারিস থেকে আমি লিখেছেন : প্রাইমারীতে পড়ার সময় এরকম দিবসে কত যে মজা করতাম সেই বিষয়গুলো তুলে ধরবেন। আর ঝুলিতে সেই বিষয়ে একেবারে না থাকলে অন্য কোন ছাত্রীকে নিশ্চিত করুন। আপনার আপ্যায়নের বিষয়টি থাকলো।
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৬
301256
আফরা লিখেছেন : ভাইয়া আপনি এটা সাদিয়া মুকিম আপু বা সন্ধ্যা তারা আপুকে দিতে পারেন । এটা গাজী সালাউদ্দিন ভাইয়া কে বলতে পারেন উনার সাথে মনে হয় আপুদের ফেবুতে যোগাযোগ আছে । আমার সাথে করো যোগাযোগ নেই তো ।

ওকে আপ্যায়নে আমি থাকব । ইনশা আল্লাহ !
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৭
301270
আবু জান্নাত লিখেছেন : পাজি হই আর যাই হই, অন্তত আমার অনুরোধ রাখছেন এটাই আমার জন্য বড় কিছু। ধন্যবাদ চোট্ট খুকি।
363351
২৩ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আবু জান্নাত, বিষয়- ভুলুন্ঠিত স্বাধীনতা

প্রবন্ধ লিখতে পারবো কিনা জানি না। তবুও দায়িত্ব যথন দিয়েছেন, চেষ্টা করে যাবে ইন শা আল্লাহ।

তবে পোষ্টটি সাথে সাথে ষ্টিকি করলে সবার দৃষ্টিগোচর হবে, যদি মামা/মামিদের সূ-নজরে আসে আরকি! আয়োজনের উদ্দোগের জন্য ধন্যবাদ
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:২১
301254
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আলোচনা লিখবেন।।

ধন্যবাদ সাড়া দেয়ার জন্য।
অপরদের দাওয়াতের দায়িত্ব আমাদের নিতে হবে।
363364
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৮
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো এই স্বাধীনতা কারো দান নয়, কোন ব্যাক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বের ফসল নয়। এই স্বাধীনতা জীবন দিয়ে ছিনিয়ে আনা এক লাল টুকটুক সুর্য্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৫
301261
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি কিন্তু শুভেচ্ছা বক্তব্য লিখবেন এই আয়োজনে। পোস্টি আরো একবার পড়ে নিন।
363379
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:১১
বাকপ্রবাস লিখেছেন : একটা লিখার মাঝপথে পেইজ উল্টে হাওয়া হয়েছে মেজাজ খুব খারাপ হয়ে গেছে, যাই হোক, সুন্দর আয়োজন স্বাগতম এবং শুভেচ্ছা
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:১২
301265
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আছেন তো।
363380
২৩ মার্চ ২০১৬ দুপুর ০২:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর আয়োজন অংশগ্রহণ করার চেষ্টা অবশ্যই থাকবে।
ধন্যবাদ আপনাকে
২৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৩
301283
প্যারিস থেকে আমি লিখেছেন : প্রবাসে স্বাধীনতা দিবস উদযাপন লিখা শুরু হয়ে যাক তাইলে।
ধন্যবাদ
363382
২৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:১১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ জনাব প্যারিস প্রবাসী ভাই
সুন্দর আয়োজন , আমরা যে যেই ময়দানে আছি যেই অবস্থাতে আছি সেই অবস্থাতেই প্রমান দিতে হবে চেতনাবাজরাই শুধু স্বাধীনতার আয়োজক নয় এবং স্বাধীনতা তাদের পৈতৃক সম্পদ নয় , স্বাধীনতা সারা বাংলাদেশের সম্পদ
আমাকে যেই দায়িত্বটা দিয়েছেন আমার সেই যোগ্যতা নাই তার পরেও যেহেতু দায়িত্ব ! চেষ্টা করব পালন করার জন্য দোয়া করবেন
ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
301380
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া।Good Luck Good Luck Good Luck
১০
363387
২৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ভালো ও সুন্দর উদ্যোগ। কিন্তু আমি তো আগামীকাল হতে ৪ দিনের ছুটিতে গাঁয়ে যাচ্ছি। সেখানে নেট স্লো। ফিরে এসে হলেও অংশ নিবো ইনশাল্লাহ।
২৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০১
301282
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আজই একটা শুভেচ্ছা বক্তব্য লিখে গাজী সালাউদ্দিন ভাইকে ইনবক্স করুন।
ধন্যবাদGood Luck Good Luck Good Luck
১১
363404
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : আপনার বা আপনাদের পরিকল্পনাকে প্রথমেই স্বাগত জানাই৷ আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযত পালন না করতে পারলে আগাম ক্ষমা চেয়ে রাখলাম৷কারণ আমি এ দায়িত্বের উপযুক্ত বলে মনে করিনা৷ আশা করি সকলেই উপস্থিত থাকবেন৷ ঠিক সময়েই আমি হাজির হবার আশা রাখি৷ ইনশাআল্লাহ৷ধন্যবাদ৷
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:২৮
301373
প্যারিস থেকে আমি লিখেছেন : অসংখ্য শোকরিয়া জনাব।
১২
363407
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর উদ্যোগ! প্রচেষ্টা থাকলে সফলতা আসে ইনশাআল্লাহ সফল হবেন।
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
301381
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৩
363428
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ রাত ০৮:৩৩
301379
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া। আমাদের স্বাধীনতা শিরোনামে একটি আলোচনা নিয়ে যথা সময়ে আপনাকে হাজির থাকার অনুরোধ করছি।Good Luck Good Luck Good Luck
১৪
363475
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : গাজী সালাউদ্দীন ভাইয়ের ফেবু লিংক দেন।
১৫
363540
২৫ মার্চ ২০১৬ রাত ০৩:০৬
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দেখা যাক! আল্লাহ্‌ ভরসা।
১৬
363563
২৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৩
আফরা লিখেছেন : সরি ভাইয়া , আমার খেয়াল ছিল না ২৬ তারিখ শনিবার ঐ দিন আমার একটা প্রগ্রাম আছে বিডি টাইম ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত কাজেই আমি থাকতে পারছি না ভাইয়া তবে এসে পড়ব ,আপনাদের আয়োজন সফল হোক এই কামনা করছি ।
২৫ মার্চ ২০১৬ রাত ০৯:২৬
301428
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের আয়োজন ২৭ তারিখ।
২৬ মার্চ ২০১৬ সকাল ০৭:৫৮
301455
গাজী সালাউদ্দিন লিখেছেন : লেখা সন্ধার আগেই পাঠিয়ে দিন। আমি দুপুরের আগেই পোস্ট করে দেব। সন্ধারপর আমিও থাকতে পারবোনা। ওই পইন্না
২৬ মার্চ ২০১৬ সকাল ১১:৫১
301466
আফরা লিখেছেন : পলাইনা ভাইয়া আমার তো কোন লিখাই নাই ।
১৭
364074
২৯ মার্চ ২০১৬ রাত ০৯:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দেরিতে মন্তব্য : আপনাদের সবার অংশগ্রহণে প্যারিস থেকে আমি -ভাইয়ের উদ্যোগ সফল হয়েছে।
৩০ মার্চ ২০১৬ রাত ০২:২৭
301975
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File