@@@ ফাও @@@
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ মার্চ, ২০১৬, ০৬:৫৯:০৪ সন্ধ্যা
খাও খাও খাও
সবই তো ফাও
-
ফাও পাইছো ক্ষমতাখানি
ফাও এমপি মন্ত্রী
ফাও হইছো দেশের রাণী
ফাও প্রধানমন্ত্রী ।
-
তথ্য বাবার তথ্য ফাও
ফাও দেশের গভর্ণর
আবুল মালের বাচাল ফাও
ফাও তিনি ক্ষমতাধর।
-
উন্নয়নের খবর ফাও
ফাও শিক্ষা ব্যবস্থা
গণতন্ত্রের কথা ফাও
দেশের ত্রাহি অবস্থা ।
-
বিচারালয়ের বিচার ফাও
ফাও আইন আদালত
নির্বাচনী খেলা ফাও
উপেক্ষিত জনমত।
-
খুনের রাজ্যে পুলিশ ফাও
শহর নগর প্রান্তে
কাটাতারে ঝুলন্ত লাশ
ফাও বিজিপি সীমান্তে।
-
হাসপাতালে চিকৎসা ফাও
ফাও অনেক ডাক্তার
মিথ্যার মহারাজ্যে
ফাও উকিল মক্তার।
-
এমন এক ফাওয়ের রাজ্যে
লুটেপুটে সবই খাও
সময়টা ফুরিয়ে গেলে
যদি আর নাহি পাও।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন