একুশের এস এম এস পদ্য
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:২৭:১৯ রাত
বক্তৃতা বিবৃতি দেই
বাংলার তরে
ছেলে আমার ইংলিশ
মিডিয়ামে পড়ে।
কানে বাজে সারাক্ষণ
হিন্দির মিউজিক
মেয়ে আমার ইংলিশেও
স্মার্ট সবদিক।
দুনিয়ার টিভি চ্যানেল
আমার ঘরে
বউ আমার ভুগিতেছে
হিন্দির জ্বরে।
অবসর কাটে মোর
স্টার জলসায়
তবু অতিথি বিশেষ
একুশের সভায়।
হিন্দিতে মন মজে
ইংলিশে কথা
দাদা সাহেবের কাছে
বিকিয়েছি মাথা।
গ্রাম্য চাষাভুষা কথা
বাংলায় বলে
আইন আদালতে তাই
ইংলিশ চলে।
ডাক্তারি পড়াতেও ইংলিশ
জানা চাই
ইংলিশ ছাড়া কোন
ডাক্তারি পড়া নাই।
অ আ ক খ
গরিবের পড়া
ডাবলু হাবলুর জীবন
এ বি সি তে গড়া।
সবখানে হয়নি আজো
বাংলার প্রচলন
একুশের এই দিনে
মিছে সব আয়োজন।
বিষয়: বিবিধ
১৪১১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাটাফাটি কবিতা! এক্কেবারে মিলে গেছে ..।
বাঁচতে হলে জানতে হবে হিন্দি ও ইংলিশ
মন্তব্য করতে লগইন করুন